বালাগঞ্জের গালিমপুর রিংকু দাসের পরিবারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ
1 min readহেলাল আহমদ :: সিলেটের বালাগঞ্জ উপজেলা পূব পৈলন ইউনিয়নের গালিম পুর গ্রামে বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা রিন্টু দাসের এর পরিবারের পক্ষ থেকে ত্রান বিতরণ করা হয়েছে।
ভয়ঙ্কর ভাইরাস করোনার সংক্রামন ঠেকাতে দেশব্যাপী চলছে অঘোষিত লকডাউন। থমকে গেছে জীবন। করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে ঘরবন্দি লোকজন। এমন অবস্থায় দরিদ্র পরিবারের লোকজন পড়েছেন বিপাকে। তাদের সাহায্যার্থে ইতোমধ্যে সরকার ও দানশীল ব্যক্তিরা থেকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠনও এসময়ে এগিয়ে এসেছে আর্তমানবতার সেবায়। ব্যক্তিগত উদ্যোগেও এই অসহায়দের পাশে দাঁড়িয়েছেন অনেকে।
ভয়ঙ্কর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দরিদ্র খেটে খাওয়া দিনমজুর কর্মহীন অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বালাগঞ্জ উপজেলার পূব পৈলন ইউনিয়নের গালিমপুর গ্রামের রিংকু দাস।
শনিবার (০৪ এপ্রিল) তার ব্যক্তিগত উদ্যোগে কোন ধরনের লোকসমাগম ছাড়াই নিজ মহল্লার গরীব অসহায়, হতদরিদ্র ৬০’টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে রয়েছে নিত্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল ডাল তেল পিয়াজ লবণ আলু ও সাবান বিতরণ করা হয়।
এ সময় উপস্হিত ছিলেন গালিমপুর গ্রামের দিগেন্দ্র দাস, রতন দাশ রিতন, রসরাজ দাস, ধনঞ্জয় দাস ধনু, বাবলু দাস,প্রাথমিক বিদ্যালয় শিক্ষক রাজু দাস, নিউটন দাস, এফিআই দুলাল দাস, সার্ভেয়ার রুপক দাস, লিপটন দাস, পুলক দাস, অমর দাস,
বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা বেভুল দাস, পার্থ দাস, রনি দাস, নিউটন দাস,।ইউনিয়ন ছাত্রনেতা ভিশন দাস, অমিত দাস, টিটু দাস, রবিন দাস প্রমুখ