পটিয়ায় করোনা আক্রান্ত ব্যাক্তির পরিবার লকডাউন করেছে ইউএনও ফারহানা জাহান উপমা
1 min readসেলিম চৌধুরী, পটিয়া থেকেঃ– এই মাএ পটিয়া উপজেলা প্রশাসন ফেসবুক টাইমলাইন থেকে জানায়ায়, চট্টগ্রামে করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় তার বেয়াই আবু ইউসুফ (৬৭), পিতা- ফজল আহমদ, বুড়া মিয়ার বাড়ী, শেয়ান পাড়া, ০৪নং ওয়ার্ড, পটিয়া পৌরসভা এর পরিবারকে লকডাউন করেছেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা সহ প্রশাসনের কর্মকর্তা ।
এবং তার পরিবারকে আগামী দশ দিনের উপযোগী খাদ্য সামগ্রী প্রদান করা হয়। উল্লেখ্য যে, আবু ইউসুফ এর পুত্র কামাল ২৩.০৩.২০২০ তারিখ এ করোনা আক্রান্ত ব্যক্তিকে (সম্পর্কে শ্বশুর) দেখতে যান। আবু ইউসুফ এসময় কামাল এর বাড়িতে অবস্থান করছিলেন ও গত ২.৪.২০২০ তারিখে পটিয়াতে আসেন। একইসংগে করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারের সাথে Third Level conact এ আসা (তার পিতা-মাতা করোনা আক্রান্ত ব্যক্তির স্ত্রীকে দেখতে গিয়েছিলেন সপ্তাহখানেকের মধ্যে) খরনা, ০৩নং ওয়ার্ডের ফকির পাড়া গ্রামের কুলসুমা আক্তার এর পরিবারকে ১৪ দিনের জন্য বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন এ প্রেরন করা হয়। স্থানীয় মেম্বার ও গ্রাম পুলিশের মাধ্যমে তা নিশ্চিত করা হয়।