নীরবে দানকারী ছাত্র জমিয়ত কর্মী শামসুল ইসলাম; অসহায়দের আশ্রয়স্থল,জানেনা মিডিয়া কর্মীরা
1 min readআবু তালহা তোফায়েল :: আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও আজ কোভিড ১৯ মহামারীর ছোবলে। এই ভয়ানক বিপদ থেকে বেঁচে থাকার লক্ষ্যে আমাদের আধ্যাত্মিক এবং শারীরিক উভয়দিকের প্রতিকারের উদ্যোগ নিতে হবে সচেতনভাবে। এ লক্ষ্যে আমাদের তাওবা ইস্তেগফার, আল্লহর ইবাদাত বন্দেগীতে ব্রতী হতে হবে ব্যক্তিগতভাবে। মাক্বাসিদুশ্ শারীয়াহ্ তথা শরীয়তের উদ্দেশ্য অনুযায়ী জানমাল রক্ষার অগ্রাধিকারের শর্ত পূরণে আমাদের সামাজিক ধর্মীয় নীতিমালা নির্ধারণ মেনে চলতে হবে। নফসজনিত ঠুনকো আবেগ নয়, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ইসলামের মৌলিক দিক নির্দেশনাকে প্রয়োগ করতে হবে। জনগণের নিরাপত্তায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশ এবং নীতিমালা মেনে চলতে হবে।
দরিদ্র এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত আত্মীয় স্বজন, প্রতিবেশী, পরিচিতজনের সহযোগিতায় সাধ্যমত এগিয়ে আসতে হবে।
এরি ধারাবাহিকতায় বিগত ০২ এপ্রিল (বৃহস্পতিবার) সিলেট রংমহল টাওয়ারের ব্যবসায়ী শামসুল বস্ত্র বিতানের সত্বাধিকারী ও গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি মাওলানা শামসুল ইসলাম- গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া, পশ্চিম জাফলং ও ডৌবাড়ি ইউনিয়নে প্রায় ৩০ হাজার টাকার অধিক চাল ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বিশ্বস্ত সূত্রে জানাযায়, তিনি তার ইউনিয়নে বিভিন্ন দুর্যোগময় সময়ে গরীব ও অসহায়দের সহায়তায় প্রতিনিয়ত এগিয়ে আসেন। তাই এবারও তিনি তার ইউনিয়ন লেঙ্গুড়াতে শুধু নয়, পাশাপাশি পশ্চিম জাফলং, ডৌবাড়ি ইউনিয়নেও তার বিশ্বস্তজনদের দ্বারা এই চাল ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।
গোপনসূত্রে জানাযায়, তিনি ত্রাণ বিতরণে কোনো ফটোসেশন করেন নি- বা যাদের মাধ্যমে বিভিন্ন ইউনিয়নে ত্রাণ বিতরণ করছেন, তাদেরকেও ছবি তোলা থেকে বারণ করেন।
তিনি নীরবে অসহায়দের পাশে দাঁড়ান। জানেনা কোনো মিডিয়াকর্মী, বুঝেনা সে দানকারী, প্রচার হয়না কোনো গণমাধ্যমে, এমনকি তার নিজের ফেবু টাইমলাইনেও ত্রাণ বিতরণের কোনো নিশানা নেই৷
এমনি নীরবে দানকারী মানুষ আছে বলেই অবহেলিত নীরবে বসে থাকা অসহায়রা একমুষ্টি খাবার খোঁজে পায়।
আমরা তাদের জন্য দোয়া করবো৷ তারা আরো এগিয়ে যাক, তাদের হাত আরো শাণিত হোক।