জৈন্তাপুর উপজেলায় যেখানে জনসমাগম সেখানেই ইউএনও’র ঝটিকা অভিযান
1 min readফয়ছল কাদির, সিলেট জেলা প্রতিনিধিঃ– সিলেটের জৈন্তাপুর উপজেলায় যেখানে জনসমাগম সেখানেই ইউএনও’র ঝটিকা অভিযান।
জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন ।
জৈন্তাপুর উপজেলার যেখানে জনসমাগমের খবর পাচ্ছেন সেখানেই ঝটিকা অভিযানে চালাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)নাহিদা পারভীন, সহকারী কমিশনার (ভুমি) ফারুক আহমেদ জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর একটি টিম ।
আজ শনিবার জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর হরিপুর বাজারে জনসমাগমের বিষয়ে কঠোর হুশিয়ারি দিয়েছেন এবং অভিযানে সরকারি আইন না মেনে হেমলেট ছাড়া রোডে মোটরসাইকেল চালকদের ও সরকারি নিষেধাজ্ঞা না মেনে কিছু সংখ্যক দোকানপাট খোলা রাখায় জরিমানা করেন নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন, সহকারী কমিশনার (ভুমি) ফারুক আহমেদ জৈন্তাপুর উপজেলা প্রশাসন।
এসময় সহযোগিতায় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা ও টিভি চ্যানেল বিভাগীয় ব্যুরো প্রধান ফয়সল কাদির, জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান।
ইউএনও নাহিদা পারভীন সকলের অবগতির জন্য জানান, করোনাভাইরাসে আজ বিশ্বব্যাপী আতংক ছড়িয়ে পড়েছে। এ রোগ থেকে নিজে ও পরিবারকে রক্ষা পেতে সকলকে সচেতন হওয়ার বিকল্প নেই। তাই অবশ্যই সকলকে নির্দেশনা মেনে চলতে হবে।
তিনি বলেন, ‘আপনাদের সুরক্ষায় আমরা বাইরে আছি, আপনারা ঘরে থাকুন’।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)নাহিদা পারভীন তিনি আরো বলেন জৈন্তাপুর উপজেলার গুরুত্বপূর্ণ বাজারসমূহে ঝটিকা অভিযানে গিয়ে জনসমাগম এড়িয়ে চলতে সকলকে পরামর্শ দিয়েছেন। কেউ নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুশিয়ারি করেন। জনসমাগম এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।