ঘুমধুমে করোনায় ক্ষতিগ্রস্থ ৫৬০ পরিবারে মাঝে দ্বিতীয় ধাপে ঘরে ঘরে খাদ্য সামগ্রী প্রদান
1 min readএন এম সিকদার৷
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের উদ্যোগে নোবেল করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় নিম্নআয়ের মানুষের ঘরে ঘরে দ্বিতীয় ধাপে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার জন্য সকল ইউপি সদস্যদের নির্দেশ প্রদান করেছে ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ।
শনিবার(৪এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত পার্বত্য জেলা পরিষদের তহবিল থেকে ৪৫০পরিবার ,উপজেলা প্রশাসনের তহবিল থেকে ৭৫ ও ঘুমধুম ইউনিয়ন পরিষদের তহবিল থেকে ৩৫ পরিবারের মাঝে চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ ঘুমধুম ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ডের নোবেল করোনায় ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের সর্বমোট ৫৬০ হত-দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ইউপি সদস্যদের হাতে তুলে দেন চেয়ারম্যান।
এবং সকল ওয়ার্ডের ইউপি সদস্য মহিলা সদস্যদের ৫৬০পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ঘরে ঘরে গিয়ে পৌছে দিতে কঠোর নির্দেশনা প্রধান করেন ইউপি চেয়ারম্যান একেএন জাহাঙ্গীর আজিজ।
এ প্রসঙ্গে ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন” মহামারি করোনা আতংকে বিশ্ব সহ আমাদের দেশেও এর প্রাদুর্ভাবে সমাজের প্রান্তিক জনগোষ্ঠিসহ মধ্যবিত্ত পরিবারে অভাব অনটন দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর এ উদ্যোগ নভেল করোনায় লকডাউন হওয়া নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের জন্য বরাদ্দ করেছেন সরকার ।আমরা এ ত্রাণ সকল অসহায় হত-দরিদ্র মানুষের মাঝে পর্যায় ক্রমে বিতরন করব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপি আমার ঘুমধুমের হতদরিদ্র মানুষের সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছেন এবং আমাকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করছেন”।
এই দুর্যোগ মুহুর্তে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বাবু বীর বাহাদুর ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বাবু কৈ শ লা দারিদ্র পিড়িত মানুষের জন্য বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী নিয়ে জনগনের দৌরগোড়ায় পৌছে যান। তাহাদেরঐ প্রতিনিধি বিশিষ্ট সমাজ সেবক দানবীর ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ এলাকার প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌছে দেন।
এলাকার সাধারণ মানুষ বিষম দুর্যোগ বা অভাব অনটনের মুহুর্তে উল্লেখিত খাদ্য সামগ্রী পেয়ে শেখের বেটি এবং বীরবাহাদুর ও কৈ শলা মহোদয়ের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য ৩০মার্চ ঘুমধুম ইউপি এলাকায় নোবেল করোনায় ক্ষতিগ্রস্থ নিম্নআয়ের ১৭০ পরিবারের মাঝেও প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সামগ্রী ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজের নির্দেশনায় ইউপি সদস্যবৃন্দ ঘরে ঘরে পৌছে দিয়েছিলেন।
নুর মোহাম্মদ সিকদার
নিজস্ব সংবাদদাতা
০১৮১৯-০৩৫৯৪২