গোয়াইনঘাটে ত্রাণ বিতরণ করলেন এসপি ফরিদ
1 min read

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং চাবাগান ও ফতেহপুর চাবাগানের চা-শ্রমিকসহ বিভিন্ন ইউনিয়নে জেলা পুলিশের কল্যান তহবিল থেকে অসহায়, গরিব দুস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন সিলেটের সু্যোগ্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
শনিবার (৪এপ্রিল) বিকেল ৩টায় (কোভিট-১৯) করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য উপজেলা ঝুড়ে লকডাউন ঘোষনা করার পর থেকে হোম কোয়ারেন্টাইনে থাকা গরীব অসহায় ও সমাজের সুবিধা বঞ্চিত দিন মজুরের মধ্যে সিলেট জেলা পুলিশের কল্যান তহবিল থেকে ত্রাণ সহয়তাকালে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন (পিপিএম)বলেন, করোনা ভাইরাস থেকে মুক্ত এবং নিরাপদ থাকার জন্য সরকারী আইন মেনে চলা উচিত। সরকার দেশের মানুষের নিরাপত্তার জন্য সাময়িক ভাবে ঘরে থাকার জন্য অনুরোধ জানিয়েছে। আমরা চেষ্টা করছি জনগন কে সহযোগিতা করতে, সরকারের পাশাপাশি সামাজিক নেতৃবৃন্দ -কে এগিয়ে আসা প্রয়োজন। তিনি অসহায় জনগনের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত প্রসারিত করতে সুশিল সমাজের লোকদের এগিয়ে আসার আহবান জানান।
গোয়াইনঘাট থানার সহায়তায় ত্রান সামগ্রী বিতরণ কালে এসময় উপস্থিত ছিলেন, ইমাম মোঃ শাদিদ আহমদ অতিরিক্ত পুলিশ সুপার ( পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত), মাহবুবুল আলম অতিরিক্ত পুলিশ সুপার সিলেট, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায়সহ গোয়াইনঘাট থানা পুলিশের সকল অফিসার ও ফোর্সবৃন্দ।