ইনসাফ (কবিতা) - Shimanterahban24
June 5, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

ইনসাফ (কবিতা)

1 min read

 [ইব্রাহিম হোসেন]

আকাশের চন্দ্র দেয় ভবে আলো
সূর্যটা দেয় সবে আলো ও তাপ ,
ধনী আর গরিব নেই যে তফাৎ
সবার তরেই তো করে ইনসাফ ।

পেটে ক্ষুধা যখন করে জ্বালাতন
সবার পেটেই লাগে যে আহার ,
না বুঝে সে গরীব আর আমীর
ক্ষুধার জ্বালায় হয় সবাই একাকার ।

বিধাতার সৃষ্টি বট ও বৃক্ষরাজি
পথিকের দিয়ে থাকে সদা ছায়া ,
সবার প্রতি করে থাকে তারা
একক ও সমানভাবে মায়া।

পদ্মা, মেঘনা, যমুনায় শোনা যায়
নদীর কলতান সুন্দর কল্লোল,
নেই মানা ডাকতে কখনো কারো
মাতৃভাষা মায়েরি বোল ।

বৃষ্টি পড়ে সবার চালে
রিমঝিম শব্দে মোহিত করে,
রাজা আর প্রজা নেই ভেদাভেদ
নিম্ন দিকেই সে গড়িয়ে পড়ে ।

পৃথিবীর কারিগর মহান আল্লাহ তাআলা
তাঁর প্রিয় বন্ধু রাসুলেপাক ,
তিনি মহীয়ান, তিনি গরিয়ান
ইহ-পরকালে করেন ইনসাফ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.