আমি অভিশপ্ত স্পেন বলছি
1 min read
[কাকলী আক্তার মৌ]
আমি সেই স্পেন;যে,আজ থেকে ৬০০ বছর-
পূর্বে কলঙ্ক লেপিত করেছি।
আমি সেই স্পেন;যে,রাণী ইসাবেলার নেতৃত্বে-
রক্তের নদী প্রবাহিত করেছি।
আমি সেই স্পেন;যে,হাজার হাজার মুসলিম নর-নারী,শিশুকে-
মসজিদের ভিতরে বন্দী করে পুড়িয়ে মেরেছি।
আমি সেই স্পেন;যে,ছিদ্র যুক্ত জাহাজ সমুদ্রে ভাসিয়ে-
অসহায়দের ডুবিয়ে মেরেছি।
আমি সেই স্পেন;যে,মুসলিমদের মসজিদে-
নামায পড়া বন্ধ করেছি।
আমি সেই স্পেন;যে,মসজিদের ভিতরকে-
বিভিন্ন মাটি,মার্বেলের মূর্তি দিয়ে সাজিয়ে রেখেছি।
আমি সেই স্পেন;যে,আযানের ধ্বনি নিষিদ্ধ করেছি।
আমি সেই স্পেন;যে,ভেবেছি কখনো কেউ-
আমাকে নত করতে পারবে না।
আমি সেই স্পেন;যে,প্রতি বছর ঘটা করে-
এপ্রিল ফুল উৎসব পালন করি,
আর নিজেকে বিজয়ী রূপে উল্লাস করি।
আমি সেই স্পেন;যে,ভুলে গিয়েছিলাম আমাদের পূর্বে-
আগত ফেরাউন,নমরুদের কথা।
আমি সেই স্পেন;যে,দাম্ভিকতায় ইসলামকে-
পদদলিত করে ধ্বংস করতে চেয়েছি।
অথচ,আজ আমার একি হল?
মজলুম মুসলমানদের এপ্রিল ফুল বানাতে গিয়ে আজ-
আমি নিজেই এপ্রিল ফুল হয়ে;
বিশ্বে হাসির পাত্র বিবেচিত হয়ে গেলাম।
এখন আমার দেশে উন্নত সভ্যতা বিরাজ করা সত্তেও-
লাশের নগরী হয়ে গেলাম।
চার দিকে শুধু লাশ আর লাশ;
লাশের ভাড়ে আজ আমি ক্লান্ত,পরিশ্রান্ত।
আমি ভাবতেই পারিনি,
ইতিহাস আমাকে পুনরায় পাল্টা আঘাত করবে?
আমি ভুলেই গিয়েছিলাম ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে।
হয়ত এই বিপদ কাটিয়ে উঠব,হয়ত আবার স্বাভাবিক হব-
কিন্তু অতীত পাপের প্রায়শ্চিত্ত কি করে করব,ভাবছি?
যদি কোন মানবিক শাসক পুনঃ আমার দায়িত্ব নেয়-
নতুন করে সভ্যতার আলোকে পুনঃ বিন্যাস করে-
সাজায় তাহলে হয়ত-
এ যাত্রায় বাচতে পারব,নতুবা নয়।
আর যদি;ইসাবেলার প্রেতাত্মা আবার-
আমার জমিনে ভর করে তাহলে আবার আমার উপর দিয়ে-
রক্ত নদী বইবে;আর আমি আবার অভিশপ্ত হব।
আমিও এমনটা চাই না।
আমি চাই আল্লাহর গজব করোনা চলে গেলে;
সাজতে চাই নতুন রঙের সাজে-
যেন সকাল সন্ধ্যা আযানের ধ্বনি কানেতে বাজে।
রম্য কবিতা,অরম্য বিশ্বাদ-
আমি অভিশপ্ত স্পেন বলছি
লেখক: সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক