আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে নিস্তব্ধ বিশ্বনাথ
1 min readফরিদ আহমদ ফেরদাউস।।
করোনাভাইরাসের সক্রমণ থেকে সচেতনতার লক্ষে প্রথম থেকেই বিশ্বনাথে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় রয়েছে।শুরুর দিকে বিশ্বনাথ সদরে সীমিত বাজার প্রশাসনিক নিয়ম অনুযায়ী চলতে থাকে ও লোকজন রাস্তাঘাটে একান্ত জরুরি কাজ ব্যতীত অহেতুক বের না হতে দেখা যায়।
গত বুধবার থেকে থেকে মানুষের চলাফেরা প্রায় আগের ন্যায় শুরু হওয়ায় শুক্রবার থেকে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়।বিশ্বনাথ সদর সহ উপজেলার বিভিন্ন অঞ্চলে তাদের টহলও অব্যাহত আছে। আজ শনিবার বিশ্বনাথ বাজারে প্রায় সকল দোকান-ই বন্ধ দেখা যায় ও বিকালে শুধু ফার্মেসী ব্যতীত কাচামালের দোকানও বন্ধ পাওয়া যায়।