অত্যাসন্ন মাহে রমজান; মুমিনদের করণীয়
1 min read
[সাইদুজ্জামান আল হায়দার]
হিজরী সনের মাসের রাজা মাহে রমজান। রহমত, বরকত ও মাগফিরাতের মাস। রমজান মাস।এ মাসে একটি নফল আমল অপর এগার মাসের ফরজ আমলের সমতুল্য। একটি ফরজ ইবাদত সত্তরটি ফরজ ইবাদতের সমতুল্য। যে মাসে লাইলাতুলকদর বিদ্যমান।
যে রজনী হাজার মাস হতে উত্তম। তাইতো বিশ্বনবী সা. দুই মাস পূর্ব হতে শুভকামনা করতেন : আল্লাহুম্মা বারিকলানা ফি রাজাবা ও শা’বান ওয়াবাল্লিগনা রামাজান ” অতএব নাম্বার 1: মুমিনগণের তরে এই দোয়া অবশ্যই করণীয়।নাম্বার 2: মাসাইলে রামজান জানা অপরিহার্য। নাম্বার 3: শাবান মাসে বেশী করে নফল রোজা রেখে নিজেকে রেডি করা রমজানের তরে।যেমন প্রতি বৃহস্পতি ও সোমবার, লাইলাতুল বরাত ও মাসের তের,চৌদ্দ,পনের রোজারাখা। নাম্বার 4 : বেশী করে তিলাওতে কুরআনে নিজেকে মাশগুল রাখা। নাম্বার 5: সাদকা তথা মসজিদ, মাদরাসা,গরীব, মিসকিন ও আতীয় স্বজনকে দান করা।নাম্বার 6: সবর,শুকুর ও জিকিরের মশ্বক বেশী বেশী করে করা।আল্লাহুম্মা তাকাব্বালনা লিল আ’মা’ল।আমীন।
লেখক: মুহাদ্দিস, রাজনীতিবিদ, সমাজসংস্কারক ও কলামিস্ট।