হোম কোয়ারান্টাইন শেষ হতেই অসহায় মানুষের পাশে লুৎফুর মিয়া
1 min readনিজস্ব প্রতিবেদক, সিলেট।।
সরকারের আইন অনুযায়ী হোম কোয়ারেন্টিন থেকে বের হয়েই গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা লুৎফুর মিয়া।
যুক্তরাজ্য থেকে পরিবার নিয়ে দেশে আসেন প্রবাসী লুৎফুর মিয়া,তিনি বিশ্বনাথ উপজেলার পূর্ব বরনী গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র। দেশে ফিরে পরিবার নিয়ে দেশে এসে হোম কোয়ারিন্টিন শেষ করেন।
গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে খেটে-খাওয়া অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। পর্যায়ক্রমে আরও পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবেন তিনি।
এসময় তিনি জানান, দেশের এই কঠিন সময়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও দিনমজুর এবং গরিব-অসহায় লোকজন। আসুন দেশের এই কঠিন সময়ে আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াই। সামান্য একটু সহযোগিতা এনে দিতে পারে অসহায় মানুষের মুখে হাসি। তাই সমাজের বিত্তশালীদের অসহায়দের
সাহায্যের জন্য এগিয়ে আসার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি আনা মিয়া,যুক্তরাজ্য প্রবাসী আছকর আলী,সুহেল মিয়া, আলহাজ্ব সাহেল মিয়া,রিয়াজ আলী,হাজী তোহেল মিয়া,আফতারুন নেছা,শেফালি বেগম,টিনা বেগম, কুলসুমা বেগম,বিশিষ্ট সংগঠক মোহাম্মদ কয়েছ, ইব্রাহীম আলী,প্রমুখ।