“সমকামিতা” গজবের পুনরাবৃত্তি
1 min read[কাকলী আক্তার মৌ]
চলমান সময়ে শ্যামল পৃথিবীতে,
অনাচার,অবিচার,ব্যবিচার,
যিনা,খুন,ধর্ষণ,বহুগামীতা,
সাথে নিকৃষ্ঠ সমকামীতা।
এমনভাবে গিলে ফেলেছে ভবলোকে,
পৃথিবীর শান্তি আজ হুমকির মুখে।
এক চিলতে সুখ নেই কারো বুকে,
গগণবিদারী নোনা জল,ছল ছল করে চোখে।
ভুলে গেছে সবে অতীতের ইতিহাস,
কি করে করেছিল;প্রকৃতি নিদারুন পরিহাস।
ডেড সী,লুত নবীর কওমের সমকামীতা,
যে পাপের বিনিময়ে;ধ্বংসিল মানবের সামাজিকতা।
লন্ড ভন্ড হয়েছিল,প্রভুর আযাব গজবে,
এখনো যেথায় সাজেনি,সবুজে,সজীবে।
এখন হচ্ছে বিংশ শতকে;গজবের পুনরাবৃত্তি,সরবে,
সমকামীতার স্বীকৃতি যেথায়;সভ্যতার নামে দিল সবে।
যত দিন এই নোংরামি চলতে থাকবে ভবে,
ভয়ানক সব আযাব হামলে;দংশিবে সবে।
করোনার পরে আরো আসবে;নাম না জানা গজব,
হাহাকার,চিৎকার যাতনায়,তাকিয়ে হবে আজব।
এ ভূবণের জ্ঞানী যারা;আজো আছ বেঁচে,
সমকামীতা,পাপাচার বন্ধে,অভিযান চালাও যেচে।
তবেই বাচবে সভ্যতা,মানবিকতার হবে বিকাশ,
নতুন করে সাজবে ধরা;উর্বর মাটি,নীল আকাশ।
লেখক: সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক