বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান - Shimanterahban24
June 4, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

1 min read

গোয়াইনঘাটে ত্রান সহায়তা প্রদান অব্যাহত; চাহিদার তুলনায় ত্রান কম।

আহমদ উল কবির সাজু :: উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ ইউএনও নাজৃুস সাকিব ভাঃচেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস বাড়ি বাড়ি গিয়ে গৃহে থাকা অসহায়দের ত্রান পৌঁছে দিচ্ছেন। সরকারী,বেসরকারী, ব্যাক্তি উদ্যোগে এ পর্যন্ত ৪২০ পরিবারকে সহায়তা করা হয়েছে, জানান ইউএনও।তিনি বলোন প্রথম পর্যায়ে ৩শত প্যাকেট খাবার এবং পরে ৩৮মেঃটন জিআর চাল এসেছে যাহা ১০টি ইউপিতে দয়া হয়েছে, সংশ্লিষ্টরা বিতরন করছেন। উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ সরকারী ত্রানের পাশাপাশি নিজের চার মাসের ভাতা দিয়ে অসহায়দের খাদ্য কিনে দিতে গিয়ে এখন ৬মাসের ভাতা দিতে হচ্ছে।তিনি ৬ শত টাকা মূল্যের ৫শত প্যাকেট খাদ্যসামগ্রী ব্যাতিগতভাবে দিচ্ছেন।ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস সরকারী ত্রান বিতরনসহ বিভিন্ন সংগঠন,প্রবাসী বিলাল উদ্দিনের ব্যাক্তগত তহবিল থেকে অনেক অসহায়হোম কোয়ারাইন্টেনে থাকা পরিবারেকে সহায়তা প্রদান করতে দেখা গেছে।এ ছাড়া আল ইখওয়ান সমাজ কল্যাণ যুবসংঘের উদ্যো্গে ১ এপ্রিল বেলা আড়াইটায় কুরিহাই সঃ প্রাঃ বিদ্যালয়ে শতাধীক পরিবারে সহায়তা প্রদান করে।

৩ লক্ষাধীক জনগোষ্টি অধ্যুষিত গোয়াইনঘাটে বেশীরভাগ মানুষই দিনমজুর মধ্যবিত্ত, নিম্ম মধ্যবিত্ত ওস্বল্প আয়ের। পরিষদ,প্রশাসন,পুলিশ সর্বসাধারনদের ঘরের মধ্যে থাকতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করেছে। পর২৬ মার্চ থেকে থমকে গেছে গোয়াইনঘাট।বন্ধ হয়ে গেছে মানুষের রোজগারের পথ। প্রবাসি পরিবারগুলোর হাহাকার আরও বেশী।একদিকে স্বজনরা বিদেশে,অন্যদিকে নেই ঘরে প্রয়োজনীয় নিত্যপন্য।সকল মামুষের জীবন চাকা এখন বন্ধ।উদ্বেগ আর উৎকন্ঠায় কাটছে মানুষের প্রতিটি মূহির্ত। মানুষের এই অবস্থা পরিলক্ষিত করে উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ অসহায় মামুষের পাশে দাঁড়াতে আকুল আহবান জানিয়েছেন সকল বিত্তবানদের প্রতি।
বার্তা প্ররক মোঃ আব্দুল মালিক গোয়াইনঘাট সিলেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.