ফটিকছড়ির কাজীরহাট আদর্শ গ্রামে খাবার সংকট, বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান
1 min read
চৌধুরী ক্বায়নাত, চট্টগ্রাম থেকে :: বিশ্বব্যাপী মহামারী নোবেল করোনাভাইরাসে গৃহবন্দী গোটা পৃথিবী। দিনমজুর বা খেটে-খাওয়া মানুষের দুঃখ দুর্দশার কথা বলে শেষ করার মত নয়। রাহাজানি, আতঙ্ক সবকিছু মিলে বিপাকে জনজীবন। মানুষ পেটের ক্ষুধা নিবারণের জন্য কোনো পথ খোঁজে পাচ্ছেনা।
প্রত্যেক শহর বা গ্রামে সরকারী, জনপ্রতিনিধি বা বিত্তবানরা এগিয়ে আসলেও অসহায়দের প্রয়োজন পুরোপুরি মিটেনি। কথায় আছে, “পরের কাপড়ে শীত পোষায় না”। সেজন্য তারা যতটুকু অনুদান পায়, তাতে পূর্ণতা পায়না।
তবে কিছু কিছু অবহেলিত এলাকা, তারা ত্রাণ বা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পায়নি। কোনোদিক থেকেই পায়নি।
চট্টগ্রামের ফটিকছড়ির ভোজপুর থানার কাজীর হাট আদর্শ গ্রামের মানুষ গুলো দিনে এনে দিনে খায়। কেউ চা বাগানে কাজ করে, আবার কেউ কাট কেটে কাট বিক্রি করে জীবিকানির্বাহ করে।
জীবিকা নির্বাহের মাধ্যমই হচ্ছে ভোরবেলা বাহির হয়ে সন্ধ্যার আঁধারে ঘরে ফিরা। যেহেতু লকডাউন চলছে। বাড়িতে হাত পা গুটিয়ে আছে। পরিবার, সন্তান তারা খাবে কী?
এসব মানুষের খাবার মতো ঘরে কোন খাবার মজুত নেই। কেউ কোনো অনুদানও দেয়নি তাদের। গ্রামে প্রচুর শিশু আছে। তারা ছটফট করছে একমুষ্টি খাবারের জন্য।
তাই এলাকার মোঃ হান্নান নামের একজন অনুরোধক্রমে বলেন, যদি কোনো হৃদয়বান ব্যক্তির দৃষ্টিগোচর হয় গ্রামের প্রতি, তাহলে সহায়তার হাত বাড়ালে মানুষ সামান্য খাবার পাবে৷ অসহায়দের সহায়তায় এগিয়ে আসার আহ্বান করেন তিনি। আসলে তিনি, এলাকার অসহায়দের ক্ষুধার্ত পেট আহ্বান করছে। চিৎকার করে বলছে, আসুন, একজন হৃদয়বান বিত্তশালী আসুন, ক্ষুধার্ত পেটের ক্ষুধা নিবারণে একজন ব্যাক্তি আসুন। শিশুদের রাহাজানি দেখলে অশ্রু বেরিয়ে আসে। তাই যদি কোনো হৃদয়বান ব্যাক্তি তাদের জন্য সামান্য হলেও খাদ্য সামগ্রী নিয়ে এগিয়ে আসেন, তাহলে যোগাযোগ করুন 01835053604 নাম্বারে। (মোঃ হান্নান)
বিজ্ঞপ্তি।