প্রতিদিনের ন্যায় চতুর্থ দিনেও ত্রাণ বিতরণ অব্যাহত রাখলেন চেয়ারম্যান ফারুক আহমেদ
1 min readআবু তালহা তোফায়েল :: করোনা ভাইরাস সংক্রমনকে কেন্দ্র করে দেশের এ দুর্যোগময় মূহুর্তে গৃহবন্দী সময় কাটছে কোটি মানুষের। থেমে আছে জীবন জীবিকার তাগিদে ছুটে চলা ব্যস্ত মানুষগুলোর সময়। এমন দুঃসময়ে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন সমাজের নিম্নআয়ের দিনমজুর মানুষেরা
বিশ্ব ব্যাপি করোনাভাইরাসের আক্রমণের কারণে যারা গৃহে অবস্থান করছেন বিশেষ করে খেটে খাওয়া, কর্মজীবী ও শ্রমজীবি পারিবারের জন্য সরকারি সাহায্যের পাশাপাশি নিজের সীমিত সামর্থ্যের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে ৪র্থ দিনের মতো আজ শুক্রবার (০৩ এপ্রিল) গুরকচি থেকে শুরু করে টুকওইর, তোয়াকুল ও নন্দিরগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড়ের বিভিন্ন জায়গায় খেটে খাওয়া মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী স্বহস্তে বিতরণ করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা মোহাম্মদ ফারুক আহমেদ।
চেয়ারম্যান ফারুক আহমেদ প্রায়ই সবার কাছে দোয়া চান, সবাই সচেতন থাকার জন্য ঘরে থাকার সবিনয় অনুরোধ করেন। আজও তিনি একি দোয়া চেয়ে বলেন, আল্লাহ যেনো সবাইকে হেফাজতে রাখেন এবং পাশাপাশি প্রবাসী ভাইদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং তার স্বপরিবারে যেহেতু প্রবাসে, তাই তার পরিবারের জন্যও দোয়া চেয়েছেন।
তিনি বলেন যে, আমার সাধ্যনোযায়ী ত্রাণ বিতরণ এভাবে অব্যাহত থাকবে। যে সকল ইউনিয়ন এখনো বাকী রয়েছে পর্যায়ক্রমে দেওয়া হবে। ইনশাল্লাহ।