পটিয়ার শান্তিরহাঁটে সরকারের নির্দেশ অমান্য করায় বাজার বন্ধ দিলেন নির্বাহী অফিসার উপমা
1 min readসেলিম চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম) থেকে :: চট্টগ্রামের পটিয়া শান্তির হাট বাজার এলাকায় নিষেধ অমান্য করে সাপ্তাহিক হাট বসিয়ে জনসমাগম হওয়ায় তা বন্ধ করে দেয়া হয় ও বাজাটলর ইজারাদার কমিটিকে কারণ দর্শানো হয়। যাহা ভবিষ্যতে ইজারা গ্রহণে প্রভাব ফেলবে।
এসময় এক দোকানদারকে নিয়ম অমান্য করে দোকান খোলা রাখায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা। মরণব্যাধি করোনাভাইরাস মোকাবেলা সংক্রমণ থেকে জনগণকে বাঁচাত উপজেলা এ নারী কর্মকর্তা কঠোর অবস্থান গ্রহণ করে। গত ২০ দিন য়াবত পটিয়ার আনাচে কানাচে করোনাভাইরাস মোকাবেলা করণীয় ব্যাপক প্রচার চালান এ নারী কর্মকর্তা। রাতদিন পরিশ্রম করে সচেতনতা করে তুলতে পারলেও কিছু কিছু জায়গায় লোকসমাগম হওয়ায় তিনি কঠোর অবস্থানে যান বলে এলাকার সচেতন মহল সুএে জানাগেছে। এ অভিযান ও জরিমানা করার জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন।