দেশে ২৪ ঘণ্টায় আরও ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত
1 min read
নিজস্ব প্রতিনিধি :: গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১ জন।
আজ (শুক্রবার) দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সরাসরি অনলাইন ব্রিফিং অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা জানান।
তিনি বলেন, পরীক্ষা করা খুবই জরুরি। সবাই পরীক্ষা করতে আসবেন। এতে নিজেদের পাশাপাশি পরিবারকেও সুরক্ষা দিতে পারবেন।
প্রাইভেট হাসপাতালগুলোতে কাজ কম হচ্ছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, এসময়ে কারো পিছপা হওয়া উচিত না।