ইনসাফের মিজান - Shimanterahban24
June 8, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

ইনসাফের মিজান

1 min read

[ইব্রাহিম হোসেন]

মাগো মা, ওগো মা !
একটা কথা শোন ,
আমরা গরীব ওরা ধনী
সেই কথা কি মানো ?

ওদের আছে টাকা পয়সা
অনেক জায়গা জমি ,
ভালো খায়, ভালো পরে
অনেক দামী দামী ।

হিংসা করে পরের দেখে
পরের ক্ষতি করে ,
পায়না কষ্ট তবু তারা
এই অবনী পরে ।

সহজ সরল ভাবে যারা
জীবন যাপন করে ,
মাথার ঘাম পায়ে ফেলে
কষ্ট সাধন করে ।

ধনী গরীব তফাৎ শুধু
অর্থ কড়ি টাকা ,
দিন ভিখারী গরীব মানুষ
পকেট তাদের ফাঁকা ।

উভয়েই তো লুটিয়ে পড়ে
সিজদাহ করে তাঁকে ,
গরীব ধনীর তফাৎ মাগো
কিসে বল থাকে ?

একটি কথা জাগে মাগো
আমার মনের তলে ,
চন্দ্র-সূর্য দেয় আলো যে
সব মানুষের চালে ।

চুপরে খোকা আর বলিস্ না
আমার কথা শোন্ ,
এটা হল ঐ বিধাতার
ইনসাফেরই গুন ।

তাঁর কাছে যে নেই ভেদাভেদ
সব মানুষই সমান ,
আল্লাহ তা’য়ালার কাছে আছে
ইনসাফেরই মিজান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.