[কাকলী আক্তার মৌ]
না কেউ ছিল,
না কেউ আছে,
না কেউ থাকবে-
হে আল্লাহ;তুমি ছাড়া।
না কেউ ভাবে,
না কেউ শোনে,
না কেউ দেখে-
হে আল্লাহ;তুমি ছাড়া।
না কেউ বুঝে,
না কেউ খোজে,
সৃষ্টির পীড়া-
হে আল্লাহ;তুমি ছাড়া।
তাই তুমি সুমহান,
মহিয়ান,গরিয়ান।
লেখক: সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক

Post Views: 704