আমেরিকা প্রবাসী লুৎফুর উদ্দিনের উদ্যোগে ১০০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
1 min readহযরত আলী :: করোনা ভাইরাস সংক্রমনকে কেন্দ্র করে দেশের এ দূর্যোগময় মূহুর্তে গৃহবন্দী সময় কাটছে কোটি মানুষের। থেমে আছে জীবন জীবিকার তাগিদে ছুটে চলা ব্যস্ত মানুষগুলোর সময়। এমন দুঃসময়ে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন সমাজের নিম্নআয়ের দিনমজুর মানুষেরা।
০৩ এপ্রিল (শুক্রবার) গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকার বিভিন্ন গ্রামে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে যাওয়া শ্রমজীবি মানুষদের মুখে হাসি ফোটাতে সায়েদ আলী সেবা সংস্থার চেয়ারম্যান লুৎফর উদ্দিন এক হাজার (১০০০) কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য যে তিনি এর পূর্বেও অনেক গরীব অসহায় মানুষের মধ্যে টাকা পয়সাসহ বিভিন্ন সময়ে বিভিন্ন অনুদান দিয়ে থাকেন, গরীব অসহায় মানুষ তার কাছ থেকে সচরাচর সহায়তা পেয়ে থাকেন।
মুঠোফোনে তিনি সীমান্তের আহ্বানের প্রতিবেদককে জানিয়েছেন যে, দেশের যেকোনো দুর্যোগ মহামারির পরিস্থিতিতে তিনি অসহায় ও গরীব মানুষের মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। পাশাপাশি তিনি যেহেতু প্রবাসে আমেরিকায় অবস্থান করছেন, তাই সবার কাছে প্রবাসীদের জন্য দোয়া চেয়েছেন এবং তার জন্যও দোয়া চেয়েছেন।