হিলফুল ফুযুল ইসলামি সংগঠন নয়াবস্তি’র ত্রাণ বিতরণ
1 min readস্টাফ রিপোর্টার :: করোনা ভাইরাস সংক্রমনকে কেন্দ্র করে দেশের এ দুর্যোগময় মূহুর্তে গৃহবন্দী সময় কাটছে কোটি মানুষের। থেমে আছে জীবন জীবিকার তাগিদে ছুটে চলা ব্যস্ত মানুষগুলোর সময়। এমন দুঃসময়ে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন সমাজের নিম্নআয়ের দিনমজুর মানুষেরা
করোনা ভাইরাস প্রতিরোধে সবাই ঘরে অবস্থান করার কারণে শ্রমজীবী মানুষের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে মাওঃ সোহেল আহমেদের সভাপতিত্বে মুফতী নুর আহমেদ হেলালীর নেতৃত্বে ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের ২নং ওয়ার্ডের হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের পক্ষ থেকে,গ্রামের সহস্রাধিক নিম্নআয়ের শ্রমজীবী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এই সংগঠন। তারা প্রত্যেক পরিবারের হাতে প্রায় ১ হাজার টাকার খাদ্য সামগ্রী তুলে দিয়েছে এ ছাড়াও কয়েকটি পরিবার কে উক্ত সংগঠনটি আর্থিক সহযোগিতা করেছে, এবং সামনে আরো বড় পরিসরে গরীব অসহায় পরিবার কে এই সংগঠনটি সহযোগিতা করার প্রস্তুতি গ্রহণ করছে বলে জানা গেছে।
আজ যারা ত্রাণ গ্রহণ করেছে, সকলেই সংগঠন এবং তার সকল সদস্যের উপর সন্তুষ্টি প্রকাশ করেছে, এবং তাদরকে সাধুবাদ জানিয়েছে কয়েকটি পরিবারের সাথে কথা বলে জানা গেছে এই সামাজিক সংগঠনটি যেকোন দূর্যোগপূর্ণ সময়ে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ায়, এবং সেই সমাজের গরীব অসহায় মানুষগুলো প্রায় সময় তাদের সহযোগিতা পেয়ে থাকে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের মেম্বার আতাউর রহমান আতাই, জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য ও স্কুল কলেজ গভর্নিং বডি নির্বাচনে পদপ্রার্থী,ফখরুল ইসলাম ও ব্যবসায়ী কাবুল উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সীমান্ত আহ্বান পত্রিকার বিশেষ প্রতিনিধি হযরত আলী, আরো উপস্থিত ছিল সংগঠনের সাইদুল ইসলাম, সজীব,সাজু, সিদ্দিক, মুন্না,রাহীম, আরো অনেকে,ভ্যানগাড়িতে করে সকালে গ্রাম থেকে গ্রামে এই ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়। নিম্নআয়ের মানুষেরা এ সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল, আলু, লবণ, তেল ও সাবান সহ নিত্যপণ্য।
সংগঠনের সভাপতি,মাওঃ সোহেল আহমেদ বলেছেন যে দেশের যে কোন দূর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে থাকবে এই সংগঠন।
আজকের এই উদ্যোগের আহ্বায়ক মুফতী নুর আহমেদ হেলালী বলেছেন দ্বীন প্রচার এবং গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার। এবং তিনি দেশবাশীর কাছে দুআ চেয়েছেন তাদের সংগঠনের সকল সদস্য যেনো সর্বদা দ্বীন প্রচারে এক্টিব থাকে ও গরীব অসহায় মানুষের পাশে দাড়াতে পারে।