সংকটকালে বিত্তবানদের মানবিকতার পরীক্ষায় সাড়া দেওয়ার আহ্বান আব্দুল মাবুদ চেয়ারম্যানের
1 min readজাহাঙ্গীর আলম (রামু প্রতিনিধি)।।
করোনা পরিস্থিতিতে সতর্কতা অবলম্বনে জনবিচ্ছিন্ন হয়ে উপার্জনহীন অসচ্ছল পরিবারের মাঝে গত ২৯/০৩/২০২০ হতে প্রতিদিন প্রায় ২০০ পরিবারের কাছে স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করে আসছেন খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান জনাব সাংবাদিক আব্দুল মাবুদ।
২৯ মার্চ রবিবার সকালে থেকে খুনিয়া পালং ইউনিয়নের উপর্জনহীন অসহায় পরিবার গুলোর মাঝে নিজস্ব তহবিল থেকে খাদ্যসামগ্রী
(চাল,ডাল,তেল,সবান,ইত্যাদি) বিতরণ করেন। এ ছাড়া তিনি নিজ উদ্যোগে বিভিন্ন লিফলেট, মাইকিং করে মানুষ কে ঘর থেকে অপ্রয়োজনে বের না হওয়ার জন্য উদ্ভব করেন।
তিনি বলেন, দেশে দুর্যোগ, দুর্বিপাক, যুদ্ধাবস্থা ও মহামারীতে সকলকে অত্যন্ত ধর্য্য সহকারে সরকারি নির্দেশনা অনুসরন করে চলতে হয়। দেশের বৃহত্তর জনগোষ্ঠীর জানমাল রক্ষায় আমাদের উচিৎ সরকারী নির্দেশনা যথাযথ ভাবে অনুসরন করা। এ সময় সবচেয়ে দুরাবস্থার সম্মুখীন হতে হয় সমাজের নিম্ম আয়ের মানুষগুলো। তারা দিনে আনে দিনে খায়।তিনি আরো বলেন, সমাজের বিত্তবানদেরও উচিৎ নিম্ম আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তায় এগিয়ে আসা। মানবিকতার পরীক্ষা আজ আমাদের সামনে। সংকটকালে মানবিকতার পরিচয় পাওয়া যায়। অনেকেই আছেন, যারা নিরবে এ ধরনের সহায়তা করে যাচ্ছেন। আমি তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অন্যদের ও আরো অধিকহারে মানবতার কল্যানে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। আমরা জানিনা, কতদিন আমাদেরকে করোনা বিরোধী যুদ্ধে থাকতে হবে। কিন্তু ধর্য্য, নিয়মানুবর্তিতা, সতর্কতা ও যার যার অবস্থান থেকে পর্যাপ্ত ভূমিকা রেখে গেলে সৃষ্টিকর্তা আমাদেরকে অবশ্যই বিজয়ী করবেন। খুনিয়া পালং বাসির প্রয়োজনে আমি নিজেকে উৎসর্গ করেছি। যতদিন পর্যন্ত আমার ইউনিয়নে করোনার প্রভাবমুক্ত হচ্ছেনা, ততদিন আমার সচেতনতা ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
সেদিন হয়তো দুরে নয়, প্রিয় খুনিয়া পালং আবারো চঞ্চল হয়ে ওঠবে, কর্মমূখর হয়ে ওঠবে। সবাই মুক্ত বাতাসে ঘুরবে, ফিরবে, হাসবে, খেলব। ততদিন আমাদের ধর্য্য ধারন করতে হবে।
এসময় উপস্থিত এলাকার জনসাধারণ বলেন, মানবিক সহায়তার জন্য আব্দুল মাবুদ চেয়ারম্যানেরর নিজস্ব তহবিল থেকে ধারাবাহীক এই সহয়তা।উপর্জনহীন মানুষের জন্য ব্যাপক ভূমিকা পালন করছে।