মানব কল্যাণ সংস্থা হরিপুর’র ত্রাণ বিতরণ
1 min readনিজস্ব প্রতিনিধি।।
মানব কল্যাণ সংস্থা ৫নং ফতেপুর ইউ/পি (হরিপুর)এর উদ্দ্যোগে আজ ২রা এপ্রিল বৃহস্পতিবার করোনা ভাইরাসের প্রভাবে প্রভাবিত ৫নং ফতেপুর ইউনিয়নের গরিব-দুস্থ প্রায় ৭০ পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেন সংস্থার দায়িত্বশীলরা।
তারা সকাল ৮টায় বের হয়ে বিকাল পর্যন্ত পুরো ইউনিয়নের গরিব-দুস্থ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কোন ফটোসেশন ছাড়াই খাদ্য সামগ্রী পৌছিয়ে দেন।খাদ্য সামগ্রী পেয়ে গরিব-দুস্থ মানুষের মুখে হাসি ফুটে তারা আয়োজকদের জন্য মাওলার দরবারে প্রার্থনা করেন।খাদ্য সামগ্রীতে ছিলো ৫কেজি চাল,১কেজি ডাল,১লিটার সয়াবিন তৈল,২কেজি আলু,১কেজি পিয়াজ,আধা কেজি লবন এবং ১টি সাবান এবং কিছু পরিবারের মাঝে নগদ অর্থও বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম দায়িত্বশীল আলী আকবর,সাদিক আহমদ,আব্দুস শহিদ,পিকে আব্দুল্লাহ,আখলাকুর রহমান জনি,এস ইউ সাদ্দাম,আমজাদ উয জামান,নাদিম আহমদ,হাফিজ আল আমিন রাফি,রায়হান আল মুনিম,আরিফুল ইসলাম,তাজুল ইসলাম,মাহফুজ আহমদ প্রমুখ।