মাওলানা সাদ কান্ধলভী নিখোঁজ,সন্ধ্যান পাচ্ছেনা পুলিশ
1 min read
এইচ এম জিয়াউর রহমান।
ভারতে দ্রুত হারে বেড়ে চলেছে করোনা সংক্রমন।বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা।সভা সমাবেশ,লোকসমাগম এড়িয়ে চলতে সরকারে কড়া নির্দেশ জারি করেছে।সামাজিক দূরত্ব বজায় রাখতে তৎপর রয়েছে দেশটির প্রতিটি রাজ্যের প্রশাসন বিভাগ।
এরই ফলপ্রসূ হিসেবে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে সরকারি আইন অমান্য করে তাবলীগ জামাতের মারকাজ নিজামুদ্দীনে লোকসমাগম করে করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাবলীগ জামাতের শীর্ষ নেতা মাওলানা সাদ কান্দলভী ও নিজামুদ্দিন মার্কাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লী পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে অন্তত ৪০০ জন করোনা আক্রান্তের যোগসূত্র রয়েছে মাওলানা সাদের উক্ত সমাগমে।তন্মধ্যে ২১ জনের শরীরে করোনা শনাক্ত ও দুজনের মৃত্যুও হয়েছে।বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হওয়ার পর থেকে নিজামুদ্দিন মারকাজের প্রধান নেতা মাওলানা সাদ কান্ধলভির কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।বিগত ২৮ মার্চ থেকে পুলিশ থাকে খুঁজে বেরাচ্ছে,কিন্তু এখনব্দি পুলিশ মাওলানা সাদের কোন সন্ধ্যান পায়নি।
ইতিমধ্যে-ই কলিকাতার দৈনিক আনন্দ বাজার পত্রিকার একটি নিউজে মাওলা সাদ কান্ধলভি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংবাদ জানিয়েছে।বাংলাদেশের পরিচিত গণমাধ্যম ‘সময় টিভি’ও তাদের অনলাইল পোর্টালে এরকম একটি নিউজ করতে দেখা গেছে।
সময় টিভির নিউজে আরোও জানা গেছে- ভারত থেকে তাবলীগ জামাতের সাদপন্থী ১১ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। এদের মধ্যে দুজন কাকরাইলে ও বাকিরা আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে আছেন। তাদের সবাইকে বিমানবন্দরে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।