“বিনয়” বড় হওয়ার সিঁড়ি
1 min readমুফতি আব্দুল্লাহ আল মামুন
বিনয় কাজটি অত্যন্ত ছোট ও সহজ। কিন্তু তা বিনয়ীকে করে দেয় অনেক বড়। বিনয়ী নিজের কাছে ছোট, সমাজের কাছে বড়। বিনয়ী দুনিয়ার বুকে ছোট, আল্লাহর কাছে বড়। বিনয়ী চয়ন করে নিম্নাসন, বিনয় করে দেয় তাকে উচ্চাসনে সমাসীন। বিনয় নম্রতা, ভদ্রতা, কোমলতা অর্জন করে দেয়। এগুলো প্রকৃত বান্দার গুন।
আল্লাহ তাআলা বলেনঃ “রহমান-এর বান্দা তারাই যারা ভূমিতে নম্রভাবে চলাফেরা করে” (সূরা ফুরকানঃ ৬৩)।
বিনয় একটি মেডিসিন, কীটনাশক বা ঔষধ, যা নিরাময় করে অহংকার, দম্ভ, রিয়া, হিংসা, লোভ ও জুলুম-নির্যাতনের মত অসংখ্য ভয়ঙ্কর ও ধংসাত্বক ব্যাধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আমাদেরকে পরস্পর অহংকার ও জুলুম-নির্যাতন ছেড়ে বিনয় গ্রহণ করতে নির্দেশ করেছেন। (সহীহ মুসলিমঃ ২৮৬৫)।
বিনয় একটি মহৎ গুণ, উত্তম চরিত্র, বিনয় সকল নবী রাসূলের গুন, বিনয় বিশ্বনবীর অন্যতম গুণ। বিনয় সাহাবাদের গুন। বিনয় মুসলিম শাসকদের নেতৃত্বের হাতিয়ার। নেতৃত্বকে অনন্য করে ফুটিয়ে তোলার অন্যতম হাতিয়ার হচ্ছে বিনয়।
★ বিনয় আদর্শবান নেতার গুন, একজন আদর্শ নেতা ও জনগণের অনুকরণযোগ্য হতে হলে বিনয়ী হওয়া অত্যাবশ্যক গুন।
★যে গুণে গুণান্বিত ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রহঃ, মানুষ সাধারন সরকারপ্রধানকে দেখে দাঁড়িয়ে যায়, কিন্তু ওমর ইবনে আবদুল আযীয, তার জন্য দাঁড়ানো নিষেধ করে বলেনঃ তোমরা দাঁড়ানো থাকলে আমিও দাঁড়িয়ে থাকবো, আর তোমরা বসে থাকলে আমিও বসে যাব।
★ওমর ইবনে আবদুল আযীয তার সঙ্গীদের বলতেন তোমরা আমাকে আগে সালাম দেবে না বরং আমিই তোমাদেরকে আগে সালাম দেবো। (সিরাতে উমরঃ৩৪-৩৫)।
★একবার অনেক মানুষ নিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ রাত্রের অধিবেশনে বসেন, বাতি নিভে যায়, ওমর ইবনে আবদুল আযীয দাঁড়িয়ে বাতি ঠিক করে নেন, উপস্থিত জনতা হতবাক হলে ওমর বলেন আমি তোমাদের মতই একজন মানুষ। (উমর ইবনে আব্দুল আজিজঃ১১৩)।
★গরমের মৌসুমে ওমর ইবনে আব্দুল আজিজ শুয়েছিলেন, তার দাসী বাতাস করছিল, কিছুক্ষণ পর সেও ঘুমিয়ে যায়, ওমরের ঘুম ভেঙ্গে যায়, দেখতে পেলেন দাসী ঘুমিয়ে আছে, তিনি পাকা হাতে নিয়ে তাকে বাতাস করা শুরু করলেন, ঘুম থেকে জেগে দাসী অবাক হয়ে যায়, ওমর ইবনে আবদুল আজিজ বলেন তুমিও আমার মত একজন মানুষ, গরম তোমাকেও পেয়েছে, তাই তোমাকে একটু বাতাস করে দিলাম।
আমরা বিনয়ী, হব সুন্দর, হব বড় হব, ইনশাআল্লাহ।
লেখক: ফাজিল- জামেয়া আঙুরা। ইফতা ও আদব-মা’হাদুশ শায়খ ইলিয়াস রহঃ যাত্রাবাড়ী ঢাকা।