পটিয়ায় আমিন- সার্ভেয়ার এসোসিয়াশনের মাসিক সভা অনুষ্ঠিত
1 min readপটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ– চট্টগ্রামের পটিয়া উপজেলার আমিন ও সার্ভেয়ার এসোসিয়াশনের মাসিক সভা সম্পতি নোঙ্গর রেস্তোরাঁয়
সংগঠনের আহবায়ক কমিটি মাসিক সভা আহবায়ক সার্ভেয়ার সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে এবং সার্ভেয়ার কাজী লুৎফুর কবির সঞ্চলনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক সরকারি কর্মকর্তা নাজিমুল হক চৌধুরী,
আরিফ উদ্দিন মেম্বার, মোশারফ হোসেন বাবু, নজরুল ইসলাম, আহমদ নুর, নজরুল তালুকদার, মোস্তাফিজুর রহমান মানিক, বিভূতি শীল, দৈনিক জনতা ও দৈনিক ইনফো বাংলা সাংবাদিক সেলিম চৌধুরী,হারুনুর রশিদ সহ অনলকে বক্তব্য রাখেন।
সভায় বক্তার বলেন, আমরা থাকিব ঐক্য ভূমির পরিমাপ হবে নিরপেক্ষ এ শ্লোগানকে সামনে রেখে পটিয়া উপজেলা সার্ভেয়ার আমিন ও সার্ভেয়ার এসোসিয়াশনের কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য সবার প্রতি আহবান জানান।
সভায় পটিয়া উপজেলার ৬০ জন সার্ভেয়ার আলোচনা সভায় অংশগ্রহণ করে। আগামী ১৭ এপ্রিল পটিয়া নোঙ্গর রেস্তোরাঁয় বিকাল ৫ টায় এ সভা আহবান করেছে উক্ত সভা সফল করার জানান সংগঠনের সদস্য সচিব কাজী লুৎফুর কবির অনুরোধ জানিয়েছেন।