গোয়াইনঘাটে চেয়ারম্যান ফারুক আহমেদের ত্রাণ বিতরণ
1 min readআবু তালহা তোফায়েল :: করোনা ভাইরাস প্রতিরোধে সবাই ঘরে অবস্থান করার কারণে শ্রমজীবী মানুষের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
বিশ্ব ব্যাপি করোনাভাইরাসের আক্রমণের কারণে যারা গৃহে অবস্থান করছেন বিশেষ করে পশ্চিম জাফলং ইউনিয়নের বিভিন্ন ওর্য়াডে খেটে খাওয়া, কর্মজীবী ও শ্রমজীবি বেশ কিছু পারিবারের জন্য সরকারি সাহায্যের পাশাপাশি গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা মোহাম্মদ ফারুক আহমেদ ব্যক্তিগত তহবিল থেকে আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) খেটে খাওয়া মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য যে তিনি উপজেলার প্রত্যেক ইউনিয়নে এই ত্রাণ বিতরণ অব্যাহত রেখে আসছেন।
তিনি সকলের জন্য দোয়া চেয়ে বলেন- আল্লাহ সবাইকে হেফাজত করুণ এবং তিনি পাশাপাশি প্রবাসী ও তার পরিবার বর্গের জন্য দোয়া চেয়েছেন।