করোনা পরিস্থিতিতে ঘুমধুমের অসহায়দের পাশে দাঁড়াতে স্বাবলম্বীদের প্রতি চেয়ারম্যান জাহাঙ্গীরের বার্তা
1 min readএন এম সিকদার।।
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে করোনা ভাইরাসের কারণে দিনমজুর মানুষ এখন কর্মহীন হয়ে পড়েছে। তাদের পরিবারে দেখা দিয়েছে খাবার সংকট। দিন এনে দিন খাওয়া পরিবারের করুণ অবস্থা।
ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ ঘুমধুম ইউপি এলাকার সকল স্বাবলম্বী ব্যক্তিদের উদ্দেশ্যে এক বার্তায় বলেন,” করোনা ভাইরাস সারা বিশ্বের
মতো বাংলাদেশের মানুষকেও উৎকন্ঠায় ফেলেছে।
কোভিড-১৯ যা করোনাভাইরাস নামে বেশ পরিচিত হয়ে গেছে দেশের সাধারণ মানুষের কাছে।
এশিয়ার বিভিন্ন দেশে এবং এর বাইরেও দ্রুত ছড়িয়ে পড়েছে কোভিড-১৯ নামে এই ভাইরাসটি। এটি সংক্রমণও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে সারা দেশব্যাপী লকডাউন ঘোষণা দিয়েছে সরকার।
ঘোষিত লকডাউনে এই ভাইরাসটির সংক্রমণ বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে দেশের প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনী তৎপর।
শিক্ষা কার্যক্রম ব্যাহত হলেও এই প্রাণঘাতী করোনা পরিস্থিতি ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমন্বয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে।
এই করোনাভাইরাস সংক্রমণে বিস্তার নিয়ন্ত্রণে না আসলে পরিস্থিতি সব কিছু তছনছ করে দেয়ার আশঙ্কা করা হচ্ছে। করোনা পরিস্থিতির কারনে নাইক্ষ্যংছড়ি উপজেলার পাহাড়ী অঞ্চল ঘুমধুমেও খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব হতে পারে বলে পরিলক্ষিত হচ্ছে। তবে এই পাহাড়ী অঞ্চলে প্রয়োজনের তুলনায় সরকারি সাহায্যসহ পার্বত্যমন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যান যে ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে তা করোনার পরিস্থিতির সময়োপযোগী।
সরকারের পাশাপাশি এলাকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিও সংস্থাগুলো প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী নিয়ে ভয়াবহ এ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলমত নির্বিশেষে সকলেরই এগিয়ে আসা উচিত।
তিনি সরকারি সাহায্য পর্যাপ্ত পরিমাণ বাড়ানোর জন্য জোর দাবি জানান।
তিনি আশা প্রকাশ করেন, বিত্তশালী ব্যক্তিরা প্রয়োজনীয় সাহায্য নিয়ে দুর্যোগে মানবিক সহায়তায় এগিয়ে আসবেন ঘুমধুমের আমজনতার কাতারে।