করোনা! ছাত্র জমিয়ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদের বিবৃতি
1 min read
দেশবাসী বিশেষত দেশের ছাত্রজনতার নিকট করোনাভাইরাস সচেতনতায় এবং এর করণীয় লক্ষ্য নিয়ে বিবৃতি দিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি ছাত্রনেতা মাওলানা এখলাছুর রহমান রিয়াদ। তার দেয়া বিবৃতি নিম্নে হুবহু তোলে ধরা হলো।
আসসালামু আলাইকুম
প্রিয় দেশবাসী ও ছাত্রসমাজ,
আমাদের দেশসহ পুরো বিশ্ব আজ এক কঠিন মহামারীর সম্মুখিন ৷ সারাবিশ্বে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে ৷ আইইডিসিআর এর তথ্যমতে আমাদের দেশে এখন পর্যন্ত ৫৬ জন আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যুবরণ করেছেন ৬ জন ৷ সারাদেশে একধরণের লকডাউন চলছে ৷ এ দূর্যোগ থেকে পরিত্রাণের জন্য বেশি বেশি সালাত আদায়, কোরআন তেলাওয়াত, তাওবা-ইস্তিগফারের পাশাপাশি স্বাস্থ্য সংস্থাসমূহের সকলপ্রকার নির্দেশনা যেমন, সাাজিক দুরত্ব বজায় রাখা, জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক ব্যবহার করা, সাবান দিয়ে হাত ধুয়া, হ্যাণ্ড স্যানিটাইজার ব্যাবহার করা ইত্যাদি মেনে চলতে হবে ৷
প্রিয় দেশবাসী,
বৈশ্বিক মহামারির এই সংকটময় মুহুর্তে এর প্রভাবে সৃষ্ট অচলাবস্থায় কর্মহীন হয়ে পরেছে লাখো মানুষ । চরম বিপর্যয়ের মুখে পরেছে দেশের নিম্ন ও স্বল্প আয়ের মানুষ। এই বিপর্যস্ত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া আমাদের সামাজিক ও মানবিক কর্তব্য । তাই আমি সমাজের বিত্তবানদের প্রতি এই সংকটে দানের হস্তপ্রসারিত করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
সংগঠনের প্রিয় সকর্মীবৃন্দ,
বৈশ্বিক মহামারীর এই সংকটময় মুহুর্তে সুরক্ষার ব্যপারে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি কর্মহীন মানুষের সহযোগিতায় আমাদের সাংগঠনিকভাবে এগিয়ে আসা একান্ত জরুরী । তাই এ লক্ষ্যে ছাত্র জমিয়তের সকল ইউনিটে ত্রাণ সহায়তা তহবিল গঠনের মাধ্যমে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য সারাদেশের সকল নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বন জানাচ্ছি।
আল্লাহ আমাদের সহায় হোন।