আত্মীয়ের বাহিরা প্রতিবেশীকেও ত্রাণ দেননি আব্দুল মান্নান
1 min read
নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম :: ০২ এপ্রিল (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলার তুলাতলী, জামাই বাজার ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদের এক প্রার্থী করোনাভাইরাসে লকডাউনে থাকা অসহায়দের সহায়তায় ত্রাণ বিতরণের নামে তামাশায় মেতে উঠেন আব্দুল মান্নান।
উল্লেখ্য যে, তিনক চার বারে এক বার ও বিজয়ী হতে পারেন নি।
তিনি ত্রাণ বিতরণ করছেন শুধু তার আত্মীয় স্বজনদের মাঝে, আর গরীব প্রতিবেশি খেয়ে না খেয়ে জীবন যাপন করছে। তা নিয়ে তিনি কোন ব্রুক্ষেপ করেননা। খুব নিকটে প্রতিবেশী না খেয়ে মারা গেলেও তিনি তার দিকে খেয়ালি করেননি।
যেখানে একমুঠো খাবারের জন্য হন্য হয়ে ছুটছে, সেখানে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন তথাকথিত কাউন্সিলর প্রার্থী আব্দুল মান্নান মুখ দেখে দেখে। তিনি জনগুরুত্বপূর্ণ না বুঝে শুধু তার আত্মীয়দের ত্রাণ দিয়ে বসে থাকেন। না খেয়ে দুঃখে দুঃখে যারা মরছে, তাদের খেয়াল করার কী আর দরকার আছে আঃ মান্নানের?
মানবিক দৃষ্টিকোণ থেকে অল্পই তাদের হাতে কিছু তোলে দিতে প্রস্তুত নয়৷