সিলেটে চালু হচ্ছে আইকন ফুড ব্যাংকের কার্যক্রম
1 min readনিজস্ব প্রতিবেদক।।
‘মানুষ মানুষের জন্য’ কেউবা কথাটি ব্যবহার করছেন অসহায়ের সহায় হতে। তবে যাই হোক না কেন,মানুষের সেবায় নিবেদিত প্রাণ আজও রয়েছেন এ ধরাতে।
আর্তমানবতার সেবার ব্রত নিয়ে ২০১৭ সালের ৩ নভেম্বর থেকে পথ চলা শুরু করেছিল আইকন ফাউন্ডেশন। দীর্ঘ ২ বৎসর ৫ মাসের পথ চলায় রয়েছে দারুণ সফলতা,কিছু তৃপ্তি সাথে লাল ভালবাসা শতব্যাগ রক্ত। বর্তমানে দুই শতাধিক সক্রিয় সদস্য রয়েছে সংগঠনটির। সদস্যদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে প্রতি তিন মাস অন্তর অন্তর নিয়মিত রক্তদান।
স্বাধীনতাত্তর বাংলাদেশে অসহায় মানুষের জন্য প্রয়োজন হয় রক্তের। বিষয়টির প্রতি দৃষ্টি দিয়ে আইকনের প্রথম পদক্ষেপ সেচ্ছায় রক্তদান,রক্তদানে উৎসাহী করন,রক্তের গ্রুপ নির্নয়।
ঢাকা,সিলেট,সুনামগন্জ সহ দেশের কয়েকটি জেলা ও উপজেলা পর্যায়ে চলছে আইকনের রক্তদানের কার্যক্রম।
আলহাম্দুলিল্লাহ,ইতিপূর্বে আইকনের মাধ্যমে প্রায় ৭ শত অসহায় মানুষকে রক্তদান করা হয়েছে।
সংখ্যার দিক থেকে ৭ শত জন কম মনে হলেও, এই ৭ শত ব্যাগ রক্তের মাধ্যমে কতশত পরিবার নিজের আত্মীয় স্বজনদের মুখে হাসি ফুটতে দেখেছেন।
গত রমজানের ঈদে আইকনের উদ্যোগে সিলেটের উসমানী মেডিকেলের ৩ টি শিশু ওয়ার্ডে বিতরন করা হয়েছে ঈদের জামা।
আইকন ফাউন্ডেশন এর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই সেসকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে,যারা নিজেদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আইকনকে এ পর্যন্ত এগিয়ে নিতে সহায়তা করেছেন।
বর্তমানে আইকনদের ভাবনা…………….
দেশের একটি বড় সংখ্যক জনগোষ্ঠী অর্ধাহার ও অনাহারে জীবনযাপন করে। দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন আয়োজিত হচ্ছে নানা বিলাশবহুল অনুষ্ঠান। অনেক সময় খাবার বেঁচে যায়। এই বেঁচে যাওয়া অতিরিক্ত খাবার না খেতে পাওয়া মানুষের কাছে পৌঁছে দিতে আইকনরা আরও একটি পদক্ষেপ নিতে যাচ্ছে ‘ফুড ব্যাংকিং’। জন্মদিন,বিয়ে,বউভাত থেকে শুরু করে নানা সামাজিক অনুষ্ঠানে প্রায়শই খাবার বেঁচে যায়। এই অতিরিক্ত খাবার সংগ্রহ করবে আইকনের সেচ্ছাসেবকরা। তাৎক্ষণিকভাবে এই খাবার বিতরণ করা হবে শহরের ফুটপাতে বসবাসকারী ও ছিন্নমূল মানুষের মাঝে।
এর জন্য প্রয়োজন সম্মানিত পৃষ্ঠপোষক ও উপদেষ্টামন্ডলীর আন্তরিকতা। প্রয়োজন সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষী ভাইদের নিরলস ত্যাগ ও প্রচেষ্টা।
মানবতার তরে অতীতে যেভাবে সকলকে কাছে পেয়েছি,আশাকরি ভবিষ্যতে ও আপনাদেরকে আমাদের সাথেই পাবো।
আইকন ফুড ব্যাংকের আনুষ্ঠানিকতা ইনশাআল্লাহ খুব শিগ্রই হবে। আপনাদের দোয়া ও আন্তরিক সহযোগিতা আমাদের পথ চলতে সহায়তা করবে।