মায়ের আদেশ
1 min read
[আব্দুল্লাহ আল নোমান]
মায়ের আদেশ খোকন সোনা,
মনটা বসাও পাঠে,
পড়ার সময় পড়বে তুমি.
খেলার সময় মাঠে।
আযান হলে পড়বে নামায
মসজি দেতে গিয়ে,
পাড়া-পড়শি বন্ধু যত
তাদের সাথে নিয়ে।
দুঃখী যারে সামনে,
পাবে হাত বাড়িয়ে দেবে,
ভালবাসার তরে তাকে
বুকে টেনে নেবে।
গুরু জনকে সম্মান
করতে করবে না ভূল,
রাখবে মনে ওরা তোমার
জীবনের মূল।
সত্য পথে চলবে সদা
উচু করে শীর,
মুক্তির পথে লড়াই করে
হতে হবে বীর।
লেখক: সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক