মানবিক মানুষ
1 min read[কাকলী আক্তার মৌ]
আমি মানুষ হতে চাই;মানবিক মানুষ-
বাচতে চাই মানুষের মত করে।
আমি মানুষ হতে চাই;মানবিক মানুষ-
স্মরণীকা হতে চাই ভূবণ ঘরে।
আমি মানুষ হতে চাই;মানবিক মানুষ-
আপাদ মস্তক ভরে।
আমি মানুষ হতে চাই;মানবিক মানুষ-
অন্তরে মমত্ব সুরে।
আমি মানুষ হতে চাই;মানবিক মানুষ-
রাসূলের দেখানো পথে।
আমি মানুষ হতে চাই;মানবিক মানুষ-
দ্বীন আকড়ে সাথে।
আমি মানুষ হতে চাই;মানবিক মানুষ-
সততার পথ অবলম্বনে।
আমি মানুষ হতে চাই;মানবিক মানুষ-
কথনে,শয়নে,স্বপনে।
আমি মানুষ হতে চাই;মানবিক মানুষ-
বলা,চলা,আচরণে।
আমি মানুষ হতে চাই;মানবিক মানুষ-
জাগ্রত,ভূবণে,বিচরণে।
হতে চাই না জাগতিক মানুষ-
দু পায়ের কোন প্রাণি।
হতে চাই আমি মানবিক মানুষ-
হতে চাই না জ্ঞানী।
লেখক: সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক