নিষ্ঠুর করোনা
1 min read[ইব্রাহিম হোসেন]
হয়নি সে ক্ষান্ত, নিয়ে প্রাণ জ্যান্ত,
করোনা দুনিয়ার দুশমন ;
নাই কি মরণ তোর, হয়না কি রাত ভোর ?
নিদারুণ কষ্টে কেন দিস্ মরণ ?
নিষ্ঠুর পাষাণী করোনার কাহিনী,
বন্দী ঘরে আজ বিশ্ববাসী ;
গরীব অসহায়, ইয়াতীম সমুদয়,
কষ্টে কাটায় রাত দিবানিশি ।
তোর কারণে ও করোনা পেটে জোটেনা,
গরীব দুখিনীর দু’মুঠো ভাত ;
ক্ষুধার জ্বালায় হায়, যন্ত্রনায় তাই
অনাহারে কাটে দিবা-নিশি রাত ।
ঘর থেকে বের হতে পারেনা যে কেউ
জীবনে আনলি তুফানের ঢেউ ;
হাহাকার চিৎকারে বিশ্ব কাঁপে
তুই মানবতার শত্রু জনতার হেউ।
নিষ্ঠুর পাষাণী, ধিক্কার দিই আমি
যাহ্ চলে যাহ্ মাটির তলে ;
তোর কারণে আজ বিশ্ব ডুবে
বিশ্ববাসীর আঁখি জলে ।
দুর্ভিক্ষ নয়, করোনার সে তো ভয়
তবু এনে দিলো যে ক্ষুধার জ্বালা ;
ধুকে ধুকে মরে ঘরে কেউ দেখেনা তারে,
করোনা করে দিলো জীবন কালা ।
নিষ্ঠুর করোনা, যাহ্ চলে যাহ্ না ,
মাটি ভেদ করে পাতাল ফুড়ে ;
কাউকে মাসরিস্ না, জ্বালা আর দিস্ না ,
খাস্ নে দেহ আর কুরে করে ।