নবীগঞ্জে ব্যাক্তিগত উদ্যোগে দুস্থ ও অসহায় ১২৫ পরিবারকে ত্রাণ বিতরণ
1 min readআশাহীদ আলী আশা।।
বাংলাদেশে আনুষ্ঠানিক ভাবে লকডাউন করা হলেও গত ২৬ মার্চ থেকে কার্যত লকডাউন হয়ে আছে পুরো দেশ। সব কিছু বন্ধ হয়ে যাওয়া অন্যদিকে খাবারে চিন্তা সব মিলিয়ে ভালো নেই উপজেলার শ্রমজীবী মানুষেরা।
শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়িয়েছে নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউ/পির পশ্চিম জাহিদপুর গ্রামের বাসিন্দার নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃসামছু মিয়া ও আদিত্যপুর গ্রামের লিটন রায়। এর অংশ হিসেবে বুধবার (০১ এপ্রিল ) সকালে তারা ৩ গ্রামের অতি দরিদ্র ১২৫ টি পরিবারের মধ্যে বিভিন্ন ধরণের খাদ্যসামগ্রী বিতরণ করে।
একেকটি পরিবারে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১কেজি তেল, ১ কেজি ডাল ১ টি মাক্স ১ সাবান তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ৮নং সদর ইউ/পি চেয়ারম্যান সাজু চৌধুরী, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিটু, মেম্বার সুভাস রায়, সাংবাদিক ইকবাল হোসেন তালুকদার প্রমুখ।
বিত্তবানরা এভাবে আমাদের সহায়তায় এগিয়ে আসবে এমন প্রত্যাশা শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের।