গোয়াইনঘাটে উপজেলা পরিষদ ও প্রশাসনের মাস্ক বিতরণে ভাইস চেয়ারম্যান কয়েছ
1 min read
আবু তালহা তোফায়েল :: ০১ এপ্রিল (বুধবার) গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে করোনাভাইরাস সচেতনতা বৃদ্ধিতে মাস্ক বিতরণ করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।
বিশ্বব্যাপি সংক্রামক করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে সকল শ্রেণি পেশার মানু্ষ গৃহে অবস্থান করছে। গৃহে অবস্থানরত মানুষের মাঝে সরকারের বিভিন্ন উদ্যোগের মধ্যে ১টি হচ্ছে মাস্ক বিতরণ করা। তাই সরকারের বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানিয়ে বাস্তবায়নের জন্য মাস্ক বিতরণ করেন। বিগত কয়েকদিন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব মাস্ক ও বিভিন্ন অনুদান অসহায়দের মাঝে বিতরণ করেন।