করোনা প্রতিরোধে জৈন্তা,গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের ছাত্র-ছাত্রীদের প্রতি ড. নাসরিন আহমদের আহ্বান
1 min readনিজস্ব প্রতিবেদক।।
ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রো -ভিসি এবং প্রবাসী
কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী, সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ এর সহধর্মিণী ড. নাসরিন আহমাদ করোনা ভাইরাস প্রতিরোধে জৈন্তা-গোয়াইনঘাট-কোম্পানী গঞ্জের সকল ছাত্রছাত্রীদেরকে নিজ বাড়িতে অবস্থানের জন্য আহবান জানিয়েছেন।
তিনি বুধবার মোবাইল ফোনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে এই আহবান জানান। তিনি ছাত্র-ছাত্রী, শিক্ষক ও এলাকাবাসীর খোজ খবর নিয়ে বলেন বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য সবাই যেন নিজ বাড়িতে অবস্থান করেন। তিনি সকল শিক্ষক ও অভিভাবক কে তাদের সন্তানদেরা যাতে নিজ বাড়িতে থেকে লেখাপড়া করে সে দিকে কঠোর নজর রাখতে অনুরোধ জানিয়েছেন।