আল ইহসান যুব সংঘে উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
1 min readজৈন্তাপুর প্রতিনিধি :: আল ইহসান সমাজ কল্যাণ যুব সংঘ ধর্মগ্রাম, গোয়াইনঘাট সিলেটের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে গৃহবন্দী অসহায় গরীব ও দিন মজুর মানুষের মধ্যে খাদ্য-ত্রান সামগ্রী বিতরন কার্যক্রম যথাযথ ভাবে সম্পন্ন। স্থানীয় কুরিহাই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ বিকাল ০২:০০ ঘটিকার সময় প্রায় শতাধিক গরিব পরিবারের মধ্যে বিতরন কার্যক্রমে সংঘের সভাপতি মোঃ আব্দুল কাদিরের সভাপতিত্বে, সংঘের সম্পাদক তারেক আহমদের সন্ঞ্চালনায় করোনাভাইরাসে সতর্কতা ও সচেতনতার লক্ষে উপস্থিতির মধ্যে বক্তব্য রাখেন, কুরিহাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির, বিশিষ্ট সমাজসেবী সমসির আহমদ,সংঘের উপদেস্টা সালেহ রাজা, এবাদুর রহমান,সংঘের কোষাধ্যক্ষ নেওয়াজুর ররহমান,সংঘের প্রচার সম্পাদক সাব্বির আহমদ, সংঘের সাহিত্য-ক্রিড়া সম্পাদক এম আশফাক ও সংঘঠনের সদস্য জাহাঙ্গীর হোসেন,মারুফ আহমদ,জান্নাতুন নাঈম,কুতুব উদ্দীন,মন্জুর আহমদ,জিয়াউর রহমান,হাবিবুর রহমান,আল-আমিন, সাকিল আহমদ,ইকবাল হোসেন,মিসবাহ উদ্দীন,জুনেদ আহমদ,জাবেদ আহমদ,মাছুম আহমদ,আলকাস আহমদ সহ এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান ও শিক্ষাসেবী প্রমুখ।
এসময় সবাই সংঘঠন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এবং সমাজের অসহায় অবহেলিত মানুষের উন্নয়নে আল ইহসান সমাজ কল্যাণ যুব সংঘ কাজ করছে বলে তারা কৃতজ্ঞতা স্বীকার করেন। সংঘঠন দ্বারা সমাজের আরো উন্নয়নমূলক কাজ করার পরামর্শ ও প্রস্তাব এবং প্রশংসা করেন ।