অস্ট্রেলিয়া প্রবাসীর ব্যবস্থাপনায় সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী কাউসার আলম ভূঁইয়ার খাদ্য সামগ্রী বিতরণ
1 min readমোঃ রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি।।
করোনা ভাইরাস সংক্রমনকে কেন্দ্র করে দেশের এ দূর্যোগময় মূহুর্তে।ঘরবন্দী সময় কাটছে কোটি মানুষের। থেমে আছে জীবন জীবিকার তাগিদে ছুটে চলা ব্যস্ত মানুষগুলোর সময়। এমন দুঃসময়ে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন সমাজের নিম্নআয়ের দিনমজুর মানুষেরা।
মানবতার ডাকে সাড়া দিয়ে কুমিল্লা লাকসাম গাজীমুড়া ৭নং ওয়ার্ড পৌর এলাকা অস্ট্রেলিয়া (ঘানা) প্রবাসীর উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমনকে কেন্দ্র করে দরিদ্র জনগোষ্ঠির মাঝে সম্ভব কাউন্সিলর পদপ্রার্থী বীর মুক্তিযুদ্ধার সন্তান জনাব কাউসার আলম ভূঁইয়া এর নেতৃত্বে ত্রাণ বিতরণ করা হয়েছে।
০১ এপ্রিল বুধবার বেলা ৪ টায় পৌর এলাকার ৭ নং ওয়ার্ড চত্তরে ত্রাণ বিতরণ করা হয়।লাকসাম গাজীমুড়া পৌর এলাকার ৭ নং ওয়ার্ড এ রিকশাচালক, দিনমজুরসহ গরীব মানুষের হাতে তারা তুলে দিয়েছেন চাল, ডাল, তেল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের প্যাকেট।সহ বিভিন্ন মহল্লায় , ৪০ পরিবারের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এমন প্রয়োজনীয় সাহায্য পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন দুস্থ মানুষেরা।
আরো উপস্থিত ছিলেন,লাকসাম ৭নং ওয়ার্ড পৌর এলাকা বাসিন্দা সাংবাদিক দৈনিক মানবাধিকার ক্রাইম বার্তার (চট্টগ্রাম বিভাগীয় ব্যারো) জনাব মহিন উদ্দিন ও বিশিষ্ট সাংবাদিক ছাত্র নেতা কুমিল্লা লাকসাম মাইলস্টোন এন্ড কলেজ এর সিনিয়র শিক্ষক জনাব রবিউল হোসেন সবুজ। হতোদরিদ্র জনগোষ্ঠির মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেন তরুণ প্রজম্ম মোঃ আরিফ, সৈকত আরও অনন্য ব্যক্তিরা।
এসময়, ভ্রাম্যমাণ গাড়িতে করে এসব সহায়তাসামগ্রী তুলে দেওয়া হয় দুস্থ ও অসহায় মানুষের হাতে। পাশাপাশি এসময় এই তরুণদের পক্ষ থেকে সবাইকে যার যার ঘরে থাকার আহবান জানিয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
এসময় ৫ কেজি চাল, ১ কেজি আলু,, ১ কেজি মসারী, ১ কেজি তেল বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ও মানবিক দিক বিবেচনা করে দূচিন্তাগ্রস্থ কর্মহীন, গরীব অসহায়দেরকে তিনি তাঁর সাধ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখবেন বলেও জানান।
তিনি বর্তমান ভয়াবহ অবস্থা এমন করুন দেখে অসহায় গরীব, সুবিধা বঞ্চিত মানুষ গুলোর পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।