লক ডাউন
1 min read
[তোফায়েল আহমদ সোবহানী]
শহর নগর বন্দরে আর গ্রামের ঘরে ঘরে
লক ডাউনে আছে মানুষ সংক্রমণের ডরে
বাইরে আছে সেনা-পুলিশ লম্বা লাটি হাতে
ঘরের ভেতর অভাবীরা মরছে মাছে-ভাতে
কেউ দেখালে বাইরে যাওয়ার দুরন্ত সা-হস
মারছে জোরে লাঠির বাড়ি, করাচ্ছে উঠবস
অশিক্ষিত মানুষগুলো কী’ই বা আর জানে
কেউ কি ওদের শিখিয়েছে লক ডাউনের মানে
খেটে খাওয়া মানুষগুলোর দুখের সীমা নাই
ওদের কাছে বড় হলো- পেঠের ক্ষুদাটাই
ওদের প্রতি দেখাও সেনা, একটু মানবতা
মারার আগে ভাবো ওদের বাচ্চা বিবির কথা!