নাই করোনার ভয়
1 min read[ইব্রাহিম হোসেন]
ভয় করনা কোন করোনা
মৃত্যু একদিন দিবেই হানা,
দাও খুলে দাও মসজিদ ঘর
নামাজ ছাড়া পার পাবে না।
মরণ যদি চলেই আসে মর্ না গিয়ে মসজিদে,
ভয়টা কিসের মৃত্যুতে ?
নামাজেতে সিজদাহ দে ।
আঠারো হাজার মাখলুকাত
সৃষ্টি করেন ওই বিধি,
মানব জাতি সবার সেরা
করোনা ও তার একটা ব্যাধি ।
যত আছে রোগ জীবাণু
এই ভূূূূবণের মাঝে ছড়া,
আল্লাহতালার পরে সবাই
শক্তিতে আছে খাড়া ।
নয় করোনা শক্তিশালী
বিনাশ হবেই শেষে,
ভয়টা কিসের মুমিন তোমার।?
আল্লাহ আছেন পাশে ।
ভরসা করো তাঁর উপরে
শিফাহ্ দিবেন তিনি,
তোমার আমার সকল
ব্যাধির সৃষ্টিকারী যিনি ।
কান্না করো তাঁর কাছে
যিনি সবার সেরা,
বিশ্বভুবন চলেনা কভু
যাঁর ইশারা ছাড়া ।
আর করনা ভয় করোনার
ঈমান রাখো তাজা,
মসজিদে যাও নামাজ পড়ো
মমওকুফ হবে সাজা ।