নবীগঞ্জে আনন্দ নিকেতন সাংস্কৃতিক সমাজকল্যাণ সংস্থার খাদ্য সামগ্রী বিতরণ
1 min readআশাহীদ আলী আশা।।
নবীগঞ্জে আনন্দ নিকেতন সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে অর্ধশতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলা ডাকবাংলো কার্যালয়ের সামনে আনন্দ নিকেতনের কার্যালয়ে এলাকার বিভিন্ন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। নভেল করোনা ভাইরাসের কারনে দিনমজুররা ঠিকমত দৈনদিন কাজ করতে ব্যাঘাত। পড়ছেন অর্থনৈতিকভাবে বিপাকে।
দিনমজুরদের সহায়তার হাত বাড়াতেই এমন উদ্যোগটি নিয়েছেন আনন্দ নিকেতন সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সংস্থা নবীগঞ্জ। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল, নবীগঞ্জ প্রেস-ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু,আনন্দ নিকেতনের উপদেষ্টা ডঃ তাপস চন্দ্র আচার্য্য, সভাপতি জীপেশ গোপ, সাধারণ সম্পাদক বিদ্যুত রায়,সাবেক সভাপতি প্রনব চন্দ্র দেব, তনুজ রায়, কাঞ্চন বণিক, সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান জুয়েল, দিপংকর ভট্রাচার্য্য, সহ-সভাপতি শেখ আবুল হাসান, সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় বণিক,সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সৌমেন রায়,প্রচার সম্পাদক রুমান আহমেদ চৌধুরী, তবলা প্রশিক্ষক ঝুমুর বণিক, নৃত্য প্রশিক্ষক প্রবির শীল, ক্লাস পরিচালক শৈলেন দাশ, সদস্য রাজিব রায় প্রমুখ।