গরীব-অসহায় ও কর্মহীনদের মাঝে জমিয়তের পক্ষ থেকে খাদ্যদ্রব্য বিতরণ
1 min readফরিদ আহমদ ফেরদাউস।।
করোনাভাইরাস ইস্যুতে আজ বেলা ৩টায় জমিয়ত মহাসচিবের কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে জমিয়ত মহাসচিব বাংলার মাদানী আল্লামা নূর হোছাইন কাসেমী (হাফি.) এর নির্দেশক্রমে গরীব-অসহায় ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।যারা অসহায় ও কর্মহীন কাজের খোঁজে পথে ঘাটে বসে ছিল এবং খোঁজছিল দু-বেলা দু-মুঠো খাদ্য উপার্জনের মাধ্যম তাদেরকে জমিয়ত মহাসচিবের কার্যালয়ে ডেকে এনে চাল-(৫কেজি), ডাল-(১কেজি), সয়াবিন তৈল-(১লিটার), আলু-(২কেজি), পেঁয়াজ-(১কেজি) ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাও.নাজমুল হাসান কাসেমী, যুগ্ম মহাসচিব মুফতী মুনির হোছাইন কাসেমী,অর্থ সম্পাদক মুফতী জাকির হোসাইন কাসেমী, ঢাকামহানগর জমিয়ত নেতা মাও.আব্দুল্লাহ মাসউদ কাফী, সাবেক ছাত্রনেতা মাও. ওমর ফারুক সহ জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।