কানাইঘাটে প্রবাসীদের সহায়হতায় পুলিশ ও ডাক্তারদের মধ্যে পিপিই বিতরণ
1 min readফয়ছল কাদির, সিলেট জেলা প্রতিনিধি।।
কানাইঘাট প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সহায়তায় ও উপজেলা সমাজ কল্যাণ পরিষদের সার্বিক তত্ত্বাবধানে কানাইঘাট থানায় কর্মরত পুলিশ সদস্য ও কমিউনিটি ডাক্তারদেরকে পিপিই এবং জনসাধারণের সচেতনতায় মাস্ক বিতরণ করা হয়। প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি ওয়েছ আহমদ ও সাধারণ সম্পাদক এরশাদ আহমদের নেতৃত্বে উক্ত পিপিই ও মাস্ক বিতরণী কার্যক্রমে উপস্থিত ছিলেন কানাইঘাট থানার অফিসার ইন্চার্জ শামসুদ্দোহা পিপিএম, উপজেলা সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা পরিষদ সদস্য আলহাজ্ব মখদ্দুছ আলী মখই, আলহাজ্ব আহমদ সুলেমান, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সদস্য জাবেদ মুন্না, আব্দুল্লাহ, কাউসার আলম, ছাত্রলীগ নেতা তাহমিদ আহমদ, উপজেলা সমাজ কল্যাণ পরিষদ সভাপতি জাহাঙ্গীর আলম বাবলু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক হোমায়েদ আহমদ, অফিস সম্পাদক তারেক আহমদ, ধর্মবিষয়ক সম্পাদক আহমদ মারুফ, সাংগঠনিক সমন্বয়ক মিসবাহুল করিম, নির্বাহী সদস্য হেলাল আহমদ জুয়েল, পৌর সভাপতি আহমদ শফি, সহ সভাপতি শাহীন আহমদ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান রুমেল, লক্ষিপ্রসাদ পশ্চিম ইউপি সভাপতি জয়নুল আবেদীন, সাঁতবাক ইউপি সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, আহমদ সালেকিন ফাহাদ, রায়হান আহমদ, সোহেল আহমদ, ইউসুফ আহমদ।
এছাড়া পিপিই ও মাস্ক বিতরণে উপস্থিত ছিলেন কানাইঘাট থানার সেকেন্ড অফিসার হুমায়ুন কবির, এসআই স্বপন চন্দ্র সরকার, এসআই আবু কাওছার, এসআই দেলোয়ার হোসেন, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাসনাত, কোষাধ্যক্ষ ওহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল কাদির মুন্না, প্রচার সম্পাদক মিহাদুর রহমান জুয়েল, সিনিয়র সদস্য ফয়সল কাদির, উপদেষ্টা সদস্য ওলিউর রহমান, সহযোগী সদস্য ইমরানুল করিম প্রমূখ।
উল্লেখ্য যে- কানাইঘাট প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ ও উপজেলা সমাজ কল্যাণ পরিষদ যৌথ ভাবে কানাইঘাটের সামাজিক ও আর্তমানবতার উন্নয়নে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।