করোনা পরিস্থিতিতে আমাদের করণীয়
1 min read[জাকি হাসান]
বর্তমানে আমরা কঠিন মুহুর্তের সম্মুখীন। পুরো বিশ্বে চলছে নিরব লকডাউন। সমস্ত শক্তি হয়ে পড়েছে দুর্বল বর্তমান মূহুর্তে।
কারো শক্তি কোনো বিচক্ষণতা কোন কাজে আসেনি। পুরো বিশ্বকে এই পরিস্থিতির সম্মুখীন কে করল? তার ক্ষমতার সামনে আর কারো ক্ষমতা টিকে না। অবশ্যই সবাই বলবে এই ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার।
এখন প্রশ্ন হলো কেন আমরা এই পরিস্থিতির সম্মুখীন হলাম? উত্তর একটাই এটা আমাদের কর্মের ফল। যার বার্তা আল্লাহ তাআলা চৌদ্দশত বছর পূর্বে কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন।
“ظهر الفساد في البر و البحر بما كسبت أيدي الناس”
অর্থ: ভূপৃষ্ঠে বিশৃঙ্খলা প্রকাশ পেয়েছে মানুষের কৃতকর্মের ফলে।
এখন জানা দরকার এই আজাব থেকে বাচার উপায় কি?
উপায় একটাই যে কাজ করে আমরা শাস্তির উপযুক্ত হয়েছি ওই কাজকে ছেড়ে দিলেই আজাব থেকে মুক্তি পাবো। অর্থাৎ আল্লাহর অবাধ্যতার কারণে আমরা এই আযাবের সম্মুখীন তাই আমরা আল্লাহর অবাধ্যতা থেকে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং অবাধ্যতা থেকে তাওবা ও ইস্তিগফার এর মাধ্যমে ফিরে আসতে হবে। বাজারকে খালি করে মসজিদে আবাদ করতে হবে। তাই আসুন আমরা সবাই আল্লাহর পথে ফিরে আসি এবং আমাদের ভাই বোনদেরকেও আল্লাহর পথে নিয়ে আসি।