উখিয়া ছাত্রলীগ নেতা ইমরান খানের নিজস্ব অর্থায়নে পথশিশুদের মাঝে খাবার বিতরণ
1 min readউখিয়া থেকে সংবাদদাতা।।
“নিজে সচেতন হোন এবং অন্যকে সচেতন করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে”
মহামারী করোনা ভাইরাসের আতঙ্কে বিশ্ববাসী। সরকার থেকে শুরু করে সকল শ্রেণিপেশার মানুষ সচেতনতামূলক কর্মকাণ্ডে এগিয়ে এসেছেন। অনেকেই কাজ করছেন মানবিক উদ্যোগ নিয়েও। সেই ধারাবাহিকতায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে উখিয়া উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান খানের উদ্যোগে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেন।
আজ ৩১ মার্চ ( মঙ্গলবার) উখিয়া উপজেলার উখিয়ার ঘাট কাষ্টম এলাকায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিথুনের নির্দেশনায় অন্যান্য ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় তার ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ প্রসঙ্গে ছাত্রলীগ নেতা ইমরান খান বলেন,
জননেত্রী শেখ হাসিনা ও উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিথুনের আহ্বানে সাম্প্রতিক করোনা ভাইরাসের আতঙ্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে আমরা লিফলেট বিতরণসহ জনসচেতনতা বার্তা প্রদান করেছি ও পাশাপাশি আজকে স্ব- উদ্যোগে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করি।
যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে আমার নেতা কর্মী নিয়ে মকবুল হোসেন মিথুনের নেতৃত্বে দায়ীত্ব পালনে অঙ্গিকারবদ্ধ।