অসহায় দরিদ্র পরিবারের মানুষের পাশে সরকার সবসময় আছে; মিলাদ গাজী এমপি
1 min readআশাহীদ আলী আশা।।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে নবীগঞ্জে কর্মহীন, দুস্থ ও অসহায় ১১০টি পরিবারের মাঝে এসময় খাদ্য সামগ্রী বিতরণ করেন আলহাজ্ব শাহ নওয়াজ মিলাদ গাজী।
মঙ্গলবার (৩১মার্চ) রাত ৮ টার সময় নবীগঞ্জ ডাকবাংলায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এতে দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী চাল,সয়াবিন তেল,লবন, ডাল, পেয়াজ, আলু নিত্যপ্রয়োজনী জিনিস তুলে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব শাহ নওয়াজ মিলাদ গাজী এমপি- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম প্রমুখ।
এসময় নবীগঞ্জ বাহুবলের সংসদ সদস্য আলহাজ্ব মিলাত গাজী এমপি বলেন, ‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন, দুস্থ ও অসহায় দরিদ্র পরিবারের মানুষের পাশে সরকার সবসময় আছে। এসব মানুষের দুঃখ, দুর্দশা লাঘবে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা বলেন, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করছি। আশা করি সেটা সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে। যদি কেউ এই খাদ্য সামগ্রী নিয়ে দুর্নীতি করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনসাধারণের নিরাপদে ঘরে থাকা নিশ্চিত করতে এসব সাহায্য সামগ্রী তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে।এছাড়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে এ কার্যক্রম চলতে থাকবে। তবে সরকারের পাশাপাশি বর্তমান পরিস্থিতি মোকাবেলায় বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়।