ফুলবাড়ীতে বিভিন্ন বাজার ও যানবাহনে জীবাণু নাশক ছিটালেন ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা
1 min readমাহফুজার রহমান মাহফুজ (ফুলবাড়ী, কুড়িগ্রাম প্রতিনিধি)।।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুকি এড়াতে উপজেলা সদর সহ বিভিন্ন বাজার ও যানবাহনে জীবাণু নাশক স্প্রে করেছেন বাংলাদেশ ছাত্রলীগ ফুলবাড়ী উপজেলা শাখার সাবেক নেতা-কর্মীরা। এসময় জীবাণু নাশক ছিটানোর পাশাপাশি তারা সামাজিক দুরত্ব বজায় রাখতে বলেন এবং জরুরী প্রয়োজন ছাড়া সকলকে নিজ বাড়ীতে অবস্হান করার আহ্বান জানান।
ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরা বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠণ বাংলাদেশ ছাত্রলীগের কর্মী তাই করোনা মোকাবিলায় আমরা জনগনের পাশে আছি এবং থাকবো।করোনা ভাইরাসে আক্রান্তের ঝুকি এড়াতে আমরা বার বার সাবান দিয়ে হাত ধোয়া,পরিস্কার পরিছন্ন থাকা,সামাজিক দুরত্ব বজায়,মাক্স ব্যবহার ও জরুরী প্রয়োজন ছাড়া বাড়ীতেই অবস্হানের আহ্বান জানাচ্ছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।আতংক নয় সচেতনতার মাধ্যমে আমরা এ পরিস্হিতির মোকাবিলা করবো ইনশা আল্লাহ্।
সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান বলেন আমরা উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা মিলে সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন বাজার ও যানবাহনে জীবাণু নাশক ছিটানোর উদ্দেশ্যে বের হয়েছি এবং বিকাল পর্যন্ত আমাদের এ কার্যক্রম চলবে।
এ সব কার্যক্রমে অংশ নেন উপজেলা ছাত্রলীগের(সাবেক নেতা-কর্মী) আনোয়ারুল হক রুবেল,এরশাদুল হক,বুলু,হাসান,টুটুল প্রমুখ।