ফুলবাড়ীতে অসহায়দের মাঝে যুবলীগ নেতৃবৃন্দের ত্রাণ বিতরণ
1 min readমাহফুজার রহমান মাহফুজ।।
করোনা মাহামারিতে স্হবির হয়েছে জনজীবন। চরম ভোগান্তিতে পরেছেন শ্রমজীবি মানুষ। করোনা ভাইরাস ছড়িয়ে পরা রোধে বন্ধ করে দেয়া হয়েছে দোকান পাট।সামাজিক দুরত্ব বজায় রাখতে সর্বএ তৎপর আইন – শৃংঙ্খলা বাহিনী।কর্মক্ষেত্র বন্ধ হওয়ায় সীমাহীন দুর্দশায় দিনে এনে দিনে খাওয়া মানুষগুলি।কাজও নেই, নেই কোন সঞ্চয়। কিভাবে কাটবে দিন দুচোখে ঘোর অন্ধকার দেখছেন এসব মানুষ।
তাদের দুর্দশার দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ফুলবাড়ী উপজেলা শাখার যুবলীগ নেতা-কর্মীরা।
আজ কুড়িগ্রামের ফুলবাড়ীতে অসহায় হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিকদের মাঝে চাল, ডাল,আলু, তেল,সাবান সহ নিত্য পণ্য সামগ্রী বিতরণ করেছেন যুবলীগ নেতৃবৃন্দ।
বাংলাদেশ আওয়ামীযুবলীগ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলনের নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণে অংশগ্রহন করেন যুবলীগ কর্মী, সাফিউল আলম জিলান, রুবেল বুলু, মিজানুর রহমান মিজান প্রমুখ।
আবু বকর সিদ্দিক মিলন বলেন- যে কোন প্রতিকূল পরিস্হিতিতে যুবলীগ জনগনের পাশে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে। করোনা পরিস্হিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অসহায়দের সাহায্য অব্যাহত থাকবে বলে তিনি জানান। এসময় তিনি সামর্থবান সকলকে অসহায়দের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে এগিয়ে আসার আহ্বান জানান।