পূর্ব সিলেট আযাদ দ্বীনি বোর্ডের ফাইনাল পরীক্ষা ৩০ মে, (৭ শাওয়াল)
1 min read
নিজস্ব প্রতিনিধি :: আজ ৩০ মার্চ ২০২০ ইং (সোমবার) দুপুরে পূর্ব সিলেট আযাদ দ্বীনি আরবি মাদরাসা শিক্ষা বোর্ডের এক জরুরী বৈঠক বোর্ডের মরকজ দারুল উলুম কানাইঘাট মাদরাসা মিলনায়তনে বোর্ডের মহাসচিব আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
জরুরী বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়। আলোচনায় অংশ নেন দারুল হাদিস লাফনাউট মাদরাসার শায়খুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান শায়খে রায়গড়ী,বোর্ডের নাযিমে ইমতিহান হযরত মাওলানা শামসুদ্দীন দুর্লভপুরী, হরিপুর বাজার দারুল হাদিস মাদরাসার মুহতামিম হযরত মাওলানা হিলাল আহমদ শায়খে হরিপুরী, শিক্ষা সচিব হযরত মাওলানা নজরুল ইসলাম তোয়াকুলী, দারুল হাদিস খরিলহাট মাদরাসার মুহতামিম হযরত মাওলানা আবু হানিফ, কানাইঘাট মাদরাসার মুহাদ্দিস হযরত মাওলানা হাফিয হারুনুর রশীদ উজানীপাড়ী, দারুল হাদিস আকুনী মাদরাসার মুহতামিম হযরত মাওলানা আজমত উল্লাহ, দারুল হাদিস চতুল ঈদগাহ মাদরাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুল হক বড়চতুলী, দারুল হাদিস জাতুগ্রাম মাদরাসার মুহতামিম হযরত মাওলানা ফখরুল ইসলাম, শায়খুল হাদিস হযরত মাওলানা রূহুল আমিন আসাদী, শিক্ষা সচিব হযরত মাওলানা মামুনুর রশীদ, লামনীগ্রাম মাদরাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুল জব্বার লামনীগ্রামী, হযরত মাওলানা এনামুল হাসান সোনাপুরী, হযরত মাওলানা আবু বকর সাহেব, মাওলানা ক্বারী হারুনুর রশীদ চতুলী, মাওলানা হাফিয নজীর আহমদ, মাওলানা খলিলুর রহমান ধনপুরী, মাওলানা গিয়াস উদ্দীন প্রমুখ।
সভায় বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ব্যাপক আলোচনা পর্যালোচনা করে পূর্ব সিলেট এদারার কেন্দ্রিয় ফাইনাল পরিক্ষার তারিখ পরিবর্তন করার সিদ্ধান্ত গৃহিত হয়।
পরিবর্তী তারিখ ৩০ মে মোতাবিক ৭ শাওয়াল শনিবার নির্ধারণ করা হয়।।